মূসক প্রতিপালন নির্দেশিকা  / ভ্যাট নিবন্ধন এবং তালিকাভুক্তি

ভ্যাট নিবন্ধন এবং তালিকাভুক্তি

নিবন্ধন

একটি দেশের জন্য প্রতিটি ব্যবসায় একটি অদ্বিতীয় বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (ব্যবসা পরিচিতি নম্বর) থাকে। এই নম্বরটিকে বিন নম্বরও বলা হয়। এই নম্বরটি পেতে হলে নিবন্ধন প্রয়োজন। যার সাথে পাওয়া যাবে একটি সার্টিফিকেট। এই নিবন্ধন করতে এখন অনলাইনে সহজে করা সম্ভব।

সকল ব্যবসা প্রতিষ্ঠানকেই ভ্যাট দিতে হবে তবে তা নির্ভর করবে বাৎসরিক টার্ণওভারের ওপর। যদি ব্যবসার বাৎসরিক টার্ণওভার ৩০ লক্ষ টাকার নিচে হয় তাহলে ঐ প্রতিষ্ঠানকে কোন কর দিতে হবে না। যদি ৩০ লক্ষ ১ টাকা থেকে ৮০ লক্ষ টাকার মধ্যে হয় তাহলে ঐ প্রতিষ্ঠানকে ৩% ভ্যাট দিতে হবে। আর যদি ৮০ লক্ষ টাকার উপরে ভ্যাট হয় তাহলে তাকে ১৫% ভ্যাট দিতে হবে।

তবে আপনার সাধারণ ব্যবসা চালানোর জন্য, টেন্ডারে অংশগ্রহণ করার জন্য এবং ব্যাংকিং কার্যক্রম চালানোর এমনকি আমদানি ও রপ্তানি সকল ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন আবশ্যক।

  • আপনার ভ্যাট নিবন্ধন করবেন কি করে?

ভ্যাট নিবন্ধন আপনি এখন বিনামূল্যেই করতে পারেন। কিন্তু বিশেষ কিছু প্রয়োজনীয় কাগজ পাঠাতে হবে যা কিনা আবেন গ্রহণের জন্য প্রয়োজন হবে। এগুলো নিবন্ধন প্রক্রিয়া তরান্বিত করতে সহায়তা করবে।

  • বিন উপাধি কিভাবে গ্রহণ করবেন?

সকলেই কিন্তু বিন নম্বর পাওয়ার যোগ্য নন। কিন্তু সকলেই বিন নম্বরের জন্য আবেদন করতে পারবেন। যথাযোগ্য সঠিক তথ্য যাচাই-বাছাই এর পরে ব্যাবসা প্রতিষ্ঠানের বিন নম্বর প্রদান করা হবে।

  • বিন নম্বর আবেদনের জন্য আপনার করনীয় কি?

বিন নম্বর আবেদনের জন্য কিছু কিছু তথ্য প্রয়োজন যা কি না যথাযোগ্য পরীক্ষণের দ্বারা গ্রহণ যোগ্যতা পাবে। যেমন ব্যাংকের রিসিট, ট্রেড লাইসেন্স, টিন নম্বর, ভোটার আইডি কার্ড ইত্যাদি।

  • বিনের জন্য আপনি কেন আবেন করবেন?

আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য বিন নম্বর প্রয়োজন।

  • বিন আবেদনের পরে কি হবে?

যদি আপনার বিন আবেদনটি IVAS (Integrated VAT Administration System) এ জমা হয়ে যায় তারপরেও বিশেষ কিছু পদ্ধতিতে যাচাই বাছাই এর পরে আবেদনটি গ্রহণ করা হবে। তবে তা গ্রহণযোগ্য না হলে আবেদনকারীকে ইমেইল, মেসেজ বা চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

নিবন্ধন বা তালিকাভুক্তি বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।