এ.ডি.আর

এ.ডি.আর

আয়কর

 বিকল্প বিরোধ নিষ্পত্তি:

আদালতের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে স্বল্পতম সময়ে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)   বলে। এটি বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটি সামগ্রিক ও বহুপাক্ষিক পর্যালোচনা যাতে ‍উভয়পক্ষ লাভবান হয়ে থাকে। এতে করদাতারা যেমন তাদের মামলার খরচ থেকে রেহাই পেয়ে থাকেন তেমনি সরকারও দ্রুত রাজস্ব আদায় করতে সক্ষম হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা যায়। ফলে করদাতা ও সরকার উভয়ই উপকৃত হয়। বিশ্বব্যাপী কর প্রশাসনে এডিআর পদ্ধতির সাফল্যের ধারাবাহিকতায় ২০১১-১২ অর্থবছর হতে বাংলাদেশের কর প্রশাসনে এ পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

আপীল, ট্রাইব্যুনাল বা মহামান্য হাইকোর্ট/ সুপ্রীম কোর্টে বিচারাধীন মামলার ক্ষেত্রে ADR এর মাধ্যমে উক্ত মামলা নিষ্পত্তি করা যায়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মনোনীত একজন নিরপেক্ষ সহায়তাকারীর মধ্যস্থতায় করদাতা ও কর বিভাগের প্রতিনিধিদের মতৈক্যের ভিত্তিতে চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হয়। এক্ষেত্রে মামলাটি যে আপীল কর্তৃপক্ষের নিকট পেন্ডিং আছে উক্ত কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদনপত্র সংশ্লিষ্ট আপীল কর্তৃপক্ষের নিকট দাখিল করতে হয়। বর্তমানে আয়কর মামলা এডিআর এ নিষ্পত্তির জন্য ৪ জন সহায়তাকারী রয়েছেন তন্মধ্যে একজন সহায়তাকারী একটি মামলার জন্য মনোনীত হয়ে থাকেন। মামলা নিষ্পত্তির জন্য করদাতাকে বিরোধীয় করের ৫% (সর্বনিম্ন ২,৫০০ থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা) ফিস প্রদান করতে হয়। এডিআরে মতৈক্য না হওয়ার ক্ষেত্রে করদাতা পুনরায় আপীল প্রক্রিয়ায় ফিরে যেতে পারেন।   

ক্রমিক নং. বিষয় প্রকাশের তারিখ ডাউনলোড

প্রয়োজনীয় তথ্যবলী

15-06-2017

সহায়তাকারী বৃন্দের তথ্য

15-06-2017

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ (সংশ্লিষ্ট অংশ)

15-06-2017

আয়কর বিধি (সংশ্লিষ্ট অংশ)

15-06-2017

এডিআর এর ব্যানার

20-06-2017

এডিআর এর আবেদনের ফরম

15-06-2017

উচ্চ আদালতের চলমান মামলায় এডিআর

15-06-2017

ফোকাল পয়েন্ট

15-06-2017

নিস্পত্তিকৃত মামলার তথ্য

15-06-2017
১০

এডিআর নিষ্পত্তি প্রক্রিয়া

15-06-2017
মূসক
শুল্ক