আয়কর অর্থ আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যেকোনো প্রকারের কর বা সারচার্জ।
এ-চালান (A-Chalan) এর মাধ্যমে কর পরিশোধ করতে হবে। একজন করদাতা যে কর অঞ্চলের অধীন সে কর অঞ্চলের জন্য নির্ধারিত কোডে করদাতাকে এ-চালান (A-Chalan) এর মাধ্যমে কর পরিশোধ করতে হবে। এছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে করদাতাকে আইনানুযায়ী উৎসে কর পরিশোধ করতে হবে।
আয়কর আইন, ২০২৩ অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম এর ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান এর জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। তবে
(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় ৪,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার আয় ৪,৭৫,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় ৫,০০,০০০ টাকা এর উপরে হলে তিনি কর প্রদানে উপযুক্ত হবেন;
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।
আয়কর আইন, ২০২৩ অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, অংশীদারী ফার্ম এর ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকাভেদে যে পরিমান কর পরিশোধ করতে হয় সেটাই ন্যূনতম কর। ন্যূনতম আয়করের পরিমাণ এলাকাভেদে নিম্নরূপ:
এলাকার বিবরণ |
ন্যূনতম কর হার (টাকা) |
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা |
৫,০০০ |
অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা |
৪,০০০ |
সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা |
৩,০০০ |
করমুক্ত সীমার উর্ধ্বে আয় আছে এমন করদাতার প্রদেয় আয়করের পরিমাণ তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়করের পরিমাণ অপেক্ষা কম হলে, অথবা বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পর প্রদেয় আয়করের পরিমাণ প্রযোজ্য ন্যূনতম আয়করের কম, শূন্য বা ঋণাত্মক হলেও করদাতাকে তার জন্য প্রযোজ্য ন্যূনতম আয়কর পরিশোধ করতে হবে।
আয়কর আইন ২০২৩ অনুসারে,
একজন চাকরিজীবী করদাতা আয়বর্ষে একাধিক স্থানে কর্মরত থাকলে যে স্থানে তিনি অধিককাল কর্মরত ছিলেন ন্যূনতম করের জন্য সে স্থানই তার অবস্থানস্থল বলে বিবেচিত হবে।
আয়কর আইন,২০২৩ এর ধারা ২৬১ অনুসারে কোনো ব্যক্তি নিজেকে করদাতা হিসেবে নিবন্ধন করতে পারবেন যদি তিনি
(ক) করদাতা হন;
(খ) ধারা ১৬৬ এর অধীন রিটার্ন জমা দিতে বাধ্য হন;
(গ) ধারা ২৬৪ এর অধীন রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করিতে বাধ্য হন;
(ঘ) কর প্রদান করিতে অথবা রিটার্ন দাখিল করিতে ইচ্ছুক হন।
সেক্ষেত্রে ব্যক্তি অনলাইনে নিবন্ধন করতে পারেন যার বিপরীতে জাতীয় রাজস্ব বোর্ড করদাতাকে একটি করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান করে। এই প্রক্রিয়াকেই আয়কর নিবন্ধন বলে।
আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী, বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং, ক্ষেত্রমত, জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে রিটার্ন দাখিল করতে হয়।
কারা রিটার্ন দাখিল করবেন তা দুই ভাগে চিহ্নিত করা যায়, যথা:-
ক. যাদের করযোগ্য আয় রয়েছে; এবং
খ. যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে।
টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া, https://etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেও রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে।
ই-টিআইএন মানে ইলেকট্রনকি ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার, ইহা আয়কর নিবন্ধনের আধুনিক সংস্করণ। ইহা ১২ ডিজিটের ১টি নম্বর। একজন করদাতাকে সহজে, ঘরেবসে অনলাইনে নিবন্ধন পেতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। www. incometax.gov.bd এই সাইট গেলে ই-টিআইএন নিবন্ধন নেওয়া যাবে।
আপনি ই-টিআইএন এর জন্য www. incometax.gov.bd এই সাইটের মাধ্যমে আবেদন করতে পারেন এবং নিবন্ধন নিতে পাবেন।
ধরনের উপর নির্ভর করবে টিআইএন সার্টিফিকেট পেতে কি কি তথ্য লাগবে নিম্নে ছক আকারে দেওয়া হলোঃ
Individual প্রাপ্ত বয়স্ক: করদাতার নাম, বৈধ্য জাতীয় পরিচয়পত্র, নম্বর, জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র অনুযায়ী)
Individual অপ্রাপ্ত বয়স্ক: করদাতার নাম, অভিবাবকের নাম, অভিবাবকের টিআইএন, করদাতার ছবি( সফট কপি পাসপোর্ট সাইজের)
বিদেশী, বাংলাদেশি without NID: পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যুর তারিখ, ভিসা নম্বর, ভিসা ইস্যুর তারিখ, কর দাতার ছবি (সফট কপি, পাসপোর্ট সাইজ)
কোম্পনির নাম (নিবন্ধন অনুযায়ী) নিবন্ধন নম্বর ও তারিখ।
ফার্মে (Registered): ফার্মের নাম (নিবন্ধন অনুযায়ী), নিবন্ধন নম্বর ও তারিখ।
ফার্মে (Unregistered): ফার্মের পার্টনারদের টিআইএন নম্বর এবং তাদের নাম।
Other (AOP, HUF local Authority, AJP: Authorized person / কর্তা ব্যক্তির টিআইএন নম্বর
প্রত্যেক শ্রেণীর করদাতার আয়কর অধীক্ষেত্রে নির্ধারনের কিছু পদ্ধতি রয়েছে যেমন করদাতার কর্মস্থল, করদাতার নিয়োগকারী প্রতিষ্টান, চাকুরির/ব্যবসার ধরন, মূল আয়ের উৎস ইত্যাদির বিবেচনায় কর অধীক্ষেত্রে নির্বাচিত করা হয়। বর্তমানে www.incometax.gov.bd ওয়েব সাইটে গিয়ে Jurisdiction Finder বাটনে ক্লিক করে প্রয়োজনিয় তত্ত্ব প্রদান করিলে ওয়েব সাইটি সয়ংক্রিয় ভাবে করদাতার আধিক্ষেত্র প্রদর্শন করিবে।
এছাড়াও নতুন করদাতা অনলাইনে টিঅইএন আবেদন করিলে টিঅইএন সনদের সঙ্গে কর অঞ্চল ও কর সার্কেল উল্লেখ থাকবে। করদাতাকে স্বশরীরে অধীক্ষেত্র নির্ধারন বা সার্কেলে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।
আয়কর আইন, ২০২৩ অনুসারে রিটার্ন দাখিলের একটি পদ্ধতি প্রচলিত আছে। এটি হলো স্বনির্ধারণী পদ্ধতি।
স্বাভাবিক ব্যক্তি করদাতাকে করদিবসের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের ধারা ১৭৩ মোতাবেক কর পরিশোধ করতে হবে। করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ হলো করদিবস। করদিবসের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো প্রকার জরিমানা বা অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হয় না। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রতি বছরের ৩০ নভেম্বর করদিবস। একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর তারিখের মধ্যে তৎপূর্ববর্তি ৩০ শে জুন তারিখে সমাপ্ত আয়বর্ষের জন্য প্রযোজ্য করবর্ষের রিটার্ন দাখিল করবেন।
এছাড়াও, নিম্নোক্ত ক্ষেত্রসমূহে ভিন্ন ভিন্ন করদিবস রয়েছে, যেমন-
(ক) কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি তার জন্য আয়বর্ষ শেষ হওয়ার পরবর্তী ৩০ জুন তারিখ।
(খ) বিদেশে অবস্থানরত কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তার বাংলাদেশে প্রত্যাবর্তনের দিন হতে ৯০ (নব্বই) তম দিন, যদি উক্তরূপ ব্যক্তি-
(অ) উচ্চ শিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে বা লিয়েনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন; বা
(আ) অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা এবং পারমিটধারী হয়ে বাংলাদেশের বাহিরে অবস্থান করেন;
(গ) করদিবসের তারিখ যেক্ষেত্রে সরকারি ছুটির দিন সেক্ষেত্রে উক্ত দিনের অব্যবহিত পরবর্তী কর্মদিবস।
আপনি www.incometax.gov.bd ওয়েব সাইট থেকে খুব সহজে ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস পরিবর্তন করতে পারবেন। উক্ত ওয়েব সাইট Login করে Change Contact মেনুতে ক্লিক করুন। স্ক্রিনে নতুন ফর্ম দেখতে পাবেন।প্রয়োজনীয় পরিবর্তন শেষে নিচে কেন তথ্য পরিবর্তন করেছেন তার কারণ “Update Reason” বক্সে লিখুন। অত:পর Save বাটনে ক্লিক করুন। আপনার পরিবর্তিত তথ্য ডাটাবেইজে সংরক্ষিত হয়ে যাবে।
আপনার আয় আয়কর আরোপ যোগ্য সীমার নিচে নেমে গেলে এবং যদি আপনার মনেহয় নিকট ভবিষ্যতে আয়সীমা ন্যুনতম আয়কর প্রদানের আওতায় আসবে না তাহলে আপনি সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলেন জন্য কারন ব্যাখ্যা করে আবেদন করতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।
যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখিল না করলে নির্ধারিত হারে বিলম্ব সুদ পরিশোধ করতে হবে এবং কর পরিগণনায় কর অব্যাহতি প্রাপ্ত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে এবং নিয়মিত হারে কর পরিগণনা করতে হবে।
আয়কর আইন, ২০২৩ অনুসারে বর্তমানে জরিমানা পরিশোধপূর্বক সারাবছরই আয়কর রিটার্ন দাখিল করা যায়।পৃথক ভাবে সময়ের আবেদন দাখিলের প্রয়োজন নেই।
আয়কর আইন, ২০২৩ অনুসারে,
(ক)ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে উপ কর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে জরিমানা আরোপ করতে পারবেন, যাহা ন্যূনতম ১ (এক) হাজার টাকা হবে এবং ব্যর্থতা অব্যাহত থাকলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য ৫০ (পঞ্চাশ) টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন:
(খ) ধারা ১৭৭ এর অধীন কোনো রিটার্ন, তথ্য দাখিল বা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% (দশ শতাংশ) হারে অথবা ৫ (পাঁচ) হাজার টাকা, দু’টির মধ্যে যা অধিক, সেই পরিমাণ জরিমানা আরোপ করতে পারবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকলে, ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য অথবা তার ভগ্নাংশের জন্য ১ (এক) হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারবেন।
সকল আয়কর অফিসে রিটার্ন ফরম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফরম সংগ্রহ করতে পারেন। জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট (https://nbr.gov.bd/) থেকে রিটার্ন ফরম download করা যাবে। রিটার্নের ফটোকপিও গ্রহণযোগ্য।
আয়কর আইন, ২০২৩ অনুসারে যাদের জন্য আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলকঃ
১. করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে;
২. আয়বর্ষের পূর্ববর্তী তিন বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে;
৩. ফার্মের অংশীদার হলে;
৪. কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে;
৫. গণকর্মচারী হলে;
৬. কোনো ব্যবসায় বা পেশায় যেকোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে;
৭. কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে;
৮. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে;
৯. আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও বহাল রাখতে;
১০. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের জন্য;
১১. সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তিতে;
১২. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে;
১৩. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে;
১৪. ক্রেডিট কার্ড প্রাপ্তিতে ও বহাল রাখতে;
১৫. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিতে ও বহাল রাখতে;
১৬. Muslim Marriages and Divorces (Registration) Act, 1974 (Act No. LII of 1974) এর অধীন নিকাহ্ রেজিস্ট্রার, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, ২০১২ (২০১২ সনের ৪০ নং আইন) এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক ও Special Marriage Act, 1872 (Act No. III of 1872) এর অধীন রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি বা, ক্ষেত্রমত, নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে বহাল রাখতে;
১৭. ট্রেডবডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে;
১৮. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে;
১৯. যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি এবং বহাল রাখতে;
২০. লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার ও ডাম্ব বার্জসহ যেকোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে;
২১. পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে;
২২. সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে;
২৩. সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে;
২৪. কোম্পানির এজেন্সী বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখতে;
২৫. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে;
২৬. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়;
২৭. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়;
২৮. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখতে;
২৯. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ে;
৩০. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে;
৩১. মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনোমিক এক্টিভিটিজে অংশগ্রহণ করতে;
৩২. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতাদি প্রাপ্তিতে;
৩৩. মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে;
৩৪. অ্যাডভাইজরি বা কনসাল্টেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থ প্রাপ্তিতে;
৩৫. Monthly Payment Order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হইতে মাসিক ১৬ (ষোল) হাজার টাকার ঊর্ধ্বে কোনো অর্থ প্রাপ্তিতে;
৩৬. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে;
৩৭. দ্বি-চক্র বা ত্রি-চক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে;
৩৮. এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি হইতে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে;
৩৯. বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে;
৪০. কোম্পানী আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) এবং Societies Registration Act, 1860 (Act No. XXI of 1860) এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে;
৪১. পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দ্যেশে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস্ দাখিলকালে;
৪২. কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো প্রকার পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে;
৪৩. পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে;
৪৪. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা, সময় সময়, সরকার কর্তৃক গঠিত অনুরূপ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে;
৪৫. স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসাবে নিবন্ধন, লাইসেন্স বা তালিকাভুক্তি করতে এবং বহাল রাখতে;
৪৬. ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রোক্রেডিট অরগানাইজেশন, সোসাইটি এবং সমবায় সমিতির ব্যাংক হিসাব খুলতে এবং চালু রাখতে;
৪৭. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণকালে বাড়ির মালিকের;
৪৮. কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর;
৪৯. হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগন্সটিক সেন্টারসমূহের লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে;
৫০. সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় কোন সেবা গ্রহণকালে;
৫১. ধারা ২৬১ অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি।
আয় অর্থে নিম্নোক্ত বিষয়াদি অন্তর্ভুক্ত, যথা:-
(অ) যেকোনো উৎস হইতে উদ্ভূত আয়, প্রাপ্তি, মুনাফা বা অর্জন এবং উক্তরূপ আয়, মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি;
(আ) আয় হিসাবে গণ্য বা বিবেচিত যেকোনো অর্থ, অথবা বাংলাদেশে উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত যেকোনো আয় অথবা উপচিত, উদ্ভূত, সৃষ্ট বা প্রাপ্ত হিসাবে বিবেচিত যেকোনো অর্থ;
(ই) কর আরোপ করা হয় এইরূপ যেকোনো পরিমাণ অর্থ, পরিশোধ বা লেনদেন;
(ঈ)কোনো পরিসম্পদের অর্জন যা-
(ক) প্রাকৃতিক নয়;
(খ) কোনো ব্যক্তির স্বীয় সৃষ্টি নয়;
(গ) দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণ নয়;
(ঘ) উত্তরাধিকার, উইল, অছিয়ত বা ট্রাস্টমূলে অর্জিত নয়;
(ঙ) বিনিময় বা ক্রয়মূলে অর্জিত নয়।
আয়কর আইন, ২০২৩ অনুসারে একজন করদাতার সকল প্রকার আয়কে নিম্নবর্ণিত সাতটি খাতে বিভক্ত করা হয়েছে, যথা:-
(ক) চাকরি হইতে আয়;
(খ) ভাড়া হইতে আয়;
(গ) কৃষি হইতে আয়;
(ঘ) ব্যবসা হইতে আয়;
(ঙ) মূলধনি আয়;
(চ) আর্থিক পরিসম্পদ হইতে আয়; এবং
(ছ) অন্যান্য উৎস হইতে আয়।
সকল খাতের আয় যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে এবং উক্তরূপ মোট আয়ের উপর প্রদেয় কর পরিগণনা করতে হবে। একজন করদাতা আইটি ১১গ (২০২৩) রিটার্নের নিম্নবর্ণিত অংশে খাতভিত্তিক আয়ের বিবরণ এবং মোট আয় নির্ধারণ করতে পারবেন, যথা:
|
মোট আয়ের বিবরণী |
টাকার পরিমাণ |
১ |
চাকরি হইতে আয় |
|
২ |
ভাড়া হইতে আয় |
|
৩ |
কৃষি হইতে আয় |
|
৪ |
ব্যবসা হইতে আয় |
|
৫ |
মূলধনি আয় |
|
৬ |
আর্থিক পরিসম্পদ হইতে আয় (ব্যাংক সুদ/মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্র মুনাফা, সিকিউরিটিজ ইত্যাদি) |
|
৭ |
অন্যান্য উৎস হইতে আয় (রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী, ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি ইত্যাদি) |
|
৮ |
ফার্ম বা ব্যক্তিসংঘের আয়ের অংশ |
|
৯ |
অপ্রাপ্ত বয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয় (করদাতা না হইলে) |
|
১০ |
বিদেশে উদ্ভূত করযোগ্য আয় |
|
১১ |
মোট আয় (ক্রমিক ১ হইতে ১০ এর সমষ্টি) |
|
কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তিসংঘ হতে আয় প্রাপ্ত হন তবে তিনি উক্তরূপ আয় তার মোট আয়ের অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে তিনি নিয়মানুযায়ী গড়করণের মাধ্যমে উক্তরূপ আয়ের জন্য কর রেয়াত প্রাপ্ত হবেন।
যেক্ষেত্রে স্বামী/স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে সেক্ষেত্রে উক্ত আয় স্বামী/স্ত্রী যিনি করদাতা তার রিটার্নে মোট আয়ে অন্তর্ভুক্ত হবে।
আয়কর আইন, ২০২৩ অনুসারে প্রত্যেক স্বাভাবিক ব্যক্তি করদাতা (অনিবাসী বাংলাদেশিসহ), হিন্দু যৌথ পরিবার, ও অংশীদারী ফার্ম এর আয়ের ক্ষেত্রে আয়ের সীমা ৩,৫০,০০০ টাকার উপরে হলে আয়কর প্রদান করতে হবে। তবে
(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা;
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।
স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য ২০২৪-২০২৫ করবর্ষের জন্য প্রযোজ্য করহার নিম্নরূপঃ
মোট আয় |
হার |
(ক) প্রথম ৩,৫০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
শূন্য |
(খ) পরবর্তী ১,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
৫% |
(গ) পরবর্তী ৪,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
১০% |
(ঘ) পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
১৫% |
(ঙ) পরবর্তী ৫,০০,০০০ টাকা পর্যন্ত মোট আয়ের উপর |
২০% |
(চ) অবশিষ্ট মোট আয়ের উপর |
২৫% |
(ক) মহিলা করদাতা এবং ৬৫ বৎসর বা তদূর্ধ্ব বয়সের করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,০০,০০০ টাকা;
(খ) তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়ের সীমা ৪,৭৫,০০০ টাকা;
(গ) গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা ৫,০০,০০০ টাকা;
(ঘ) কোনো প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান/পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা ৫০,০০০ টাকা অধিক হবে; প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়েই করদাতা হইলে যেকোনো একজন এই সুবিধা ভোগ করবেন।
কোম্পানির জন্য ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ করবর্ষের করহারঃ
কোম্পানির বর্ণনা |
প্রযোজ্য করহার |
*শর্ত পরিপালনে করহার |
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০% এর অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে |
২২.৫% |
২০% |
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০% বা ১০% এর কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে |
২৫% |
২২.৫% |
আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানিসমূহের মধ্যে যারা পাবলিকলি ট্রেডেড নয় |
২৭.৫% |
২৫% |
এক ব্যক্তি কোম্পানি |
২২.৫% |
২০% |
পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) |
৩৭.৫% |
শর্ত প্রযোজ্য নয় |
পাবলিকলি ট্ট্রেডেড নয় এরূপ-ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) |
৪০% |
শর্ত প্রযোজ্য নয় |
মার্চেন্ট ব্যাংক |
৩৭.৫% |
শর্ত প্রযোজ্য নয় |
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি |
৪৫% |
শর্ত প্রযোজ্য নয় |
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানি যদি তার পরিশোধিত মূলধনের ন্যূনতম ১০% শেয়ার, যার মধ্যে Pre-Initial Public Offering Placement ৫% এর অধিক থাকতে পারবে না |
৪০% |
শর্ত প্রযোজ্য নয় |
পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি |
৪৫% |
শর্ত প্রযোজ্য নয় |
শর্ত: বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে ৫ (পাঁচ) লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ৩৬ (ছত্রিশ) লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে। |
নিম্নলিখিত খাত সমূহ মোট আয়ের অন্তর্ভূক্ত হবে নাঃ
(১) সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীন আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আন্ত-সরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা এর কোনো কর্মচারীর আয়
(২) নিম্নবর্ণিত যেকোনো আয়-
(ক) কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, হাইকমিশনার, এনভয়, মিনিস্টার, চার্জ দ্য এ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর, কনসল দ্য কেরিয়ার, সেক্রেটারি, দূতাবাসের উপদেষ্টা বা এটাচি, হাই কমিশন, বৈদেশিক রাষ্ট্রের লিগেশন বা কমিশন কর্তৃক তাহাদের এইরূপ যোগ্যতায় চাকরি সূত্রে সংশ্লিষ্ট সরকার হইতে প্রাপ্ত পারিতোষিক;
(খ) বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রের ট্রেড কমিশনার বা অন্যান্য সরকারি প্রতিনিধি উক্ত পদে অবৈতনিক দায়িত্ব পালনকারী নহেন এইরূপ বেতন বাবদ যে অর্থ গ্রহণ করিয়া থাকেন, যদি সংশ্লিষ্ট রাষ্ট্রে এইরূপ উদ্দেশ্যে নিয়োজিত সমমর্যাদার উক্তরূপ কর্মকর্তা একই ধরনের অব্যাহতি ভোগ করিয়া থাকেন;
(গ) দফা (ক) এবং (খ)-তে উল্লিখিত কোনো কর্মচারীর কোনো অফিস স্টাফের সদস্য কর্তৃক বেতন হিসাবে গৃহীত আয়, যখন উক্ত সদস্য বাংলাদেশের নাগরিক না হন এবং তাহার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের নাগরিক হন বা অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হন এবং উক্ত অফিস স্টাফের সদস্য হিসাবে কার্যক্রম পরিচালনা ব্যতীত বাংলাদেশে কোনো ব্যবসা বা পেশা বা চাকরিতে নিযুক্ত না থাকেন, এবং ঐরূপ প্রতিনিধিত্বকারী রাষ্ট্রে কর্মরত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমমর্যাদার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে সমপ্রকৃতির অব্যাহতির বিধান কার্যকর থাকে।
(৩) সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যেকোনো প্রকারের কর, খাজনা ও শুল্ক;
(৪) সরকারি পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন;
(৫) সরকারি আনুতোষিক তহবিল হতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অনধিক ২,৫০,০০,০০০ (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা আয়;
(৬) কোনো স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল এবং অনুমোদিত আনুতোষিক তহবিল-
(ক) কর্তৃক কর্মচারী বা নিয়োগকর্তা হতে গৃহীত কোনো চাঁদা; এবং
(খ) হতে তাদের সুবিধাভোগীদের মাঝে বিতরণকৃত আয় যা উক্ত তহবিলের হাতে করারোপিত হয়েছে:
তবে শর্ত থাকে যে, কোনো অনুমোদিত আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অর্থ অনধিক ২,৫০,০০,০০০ (দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকার সীমা অতিক্রম করিবে না।
(৭) ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ সনের ১৯ নং আইন) প্রযোজ্য এইরূপ কোনো ভবিষ্য তহবিলে উদ্ভূত বা উপচিত অথবা ভবিষ্য তহবিল হতে উদ্ভূত কোনো আয়;
(৮) সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, বা স্বায়ত্বশাসিত বা আধা-স্বায়ত্বশাসিত সংস্থা ও তাদের নিয়ন্ত্রিত ইউনিটসমূহ বা প্রতিষ্ঠানসমূহের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্প অনুসারে গৃহীত যেকোনো পরিমাণ অর্থ;
(৯) পেনশনারস সেভিংস সার্টিফিকেট হতে সুদ হিসাবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি, যেইক্ষেত্রে সংশ্লিষ্ট আয়বর্ষের শেষে উক্ত সার্টিফিকেটের বিনিয়োগকৃত অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য/ প্রকৃত মূল্য/ আক্ষরিক মূল্য/ ক্রয় মূল্য অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা হয়;
(১০) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত নিম্নবর্ণিত সত্তাসমূহ কর্তৃক অর্জিত যেকোনো আয়, যথা:
(ক) মিউচুয়াল ফান্ড (Mutual Fund);
(খ) বিকল্প বিনিয়োগ তহবিল (Alternative Investment Fund);
(গ) রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (Real Estate Investment Trust);
(ঘ) একচেঞ্জ ট্রেডেড ফান্ড (Exchange Traded Fund);
(১১) এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্র ব্যতীত, সম্পূর্ণভাবে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট বা অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার অধীন গৃহ-সম্পত্তি হইতে অর্জিত আয়, যদি উক্ত আয়-
(ক) সংশ্লিষ্ট আয়বর্ষে বাংলাদেশে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়; অথবা
(খ) কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, কিন্তু বাংলাদেশে এইরূপ উদ্দেশ্যপূরণকল্পে পুঞ্জীভূত করা হয় বা চূড়ান্তভাবে পৃথক করা রাখা হয়, এবং-
(১২) ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বেচ্ছায় প্রদত্ত চাঁদা যাহা কেবল ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়:
তবে শর্ত থাকে যে, বেসরকারি ধর্মীয় ট্রাস্টের মোট আয়ের যে অংশ জনসাধারণের কল্যাণ নিশ্চিত করে না, অনুচ্ছেদ ১৭ বা ১৮ এর কোনো কিছুই মোট আয়ের সেই অংশকে এই আইনের বিধান হতে অব্যাহতি প্রদান করবে না;
(১৩) এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রোক্রেডিট রেগুলেটরী কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড হইতে উদ্ভূত যেকোনো সার্ভিস চার্জ যদি তা-
(ক) কেবল মাইক্রোক্রেডিট হিসাবে রিভলভিং হয়ে থাকে; এবং
(খ) মাইক্রোক্রেডিটে রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয়; এবং
(গ) মাইক্রোক্রেডিটে রিভলভিং ব্যতীত অন্য কোনো ব্যবসায়ে পূঁজি হিসাবে ব্যবহৃত না হয়;
(১৪) কোনো নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ যদি-
(ক) উক্ত ব্যয় সম্পূর্ণভাবে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয় করা হয়; এবং
(খ) নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল;
(১৫) কোনো অংশীদারী ফার্মের অংশীদার হিসাবে কোনো করদাতা কর্তৃক মূলধনি আয়ের অংশ হিসাবে প্রাপ্ত আয়ের অংশ যার উপর উক্ত ফার্ম কর্তৃক কর পরিশোধ করা হয়েছে;
(১৬) হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসাবে একজন করাদাতা যে পরিমাণ অর্থ প্রাপ্ত হন, যার উপর সেই পরিবার কর্তৃক কর পরিশোধিত;
(১৭) বাংলাদেশি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে নিয়ে এসেছেন;
(১৮) কোনো করদাতা কর্তৃক ওয়েজ আর্নারস ডেভলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টারলিং প্রিমিয়াম বন্ড হইতে গৃহীত কোনো আয়;
(১৯) রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলার উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের কোনো স্বাভাবিক ব্যক্তির আয় যা কেবল উক্ত পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড হতে উদ্ভূত হয়েছে;
(২০) কোনো স্বাভাবিক ব্যক্তির “কৃষি হইতে আয়” খাতের আওতাভুক্ত অনধিক ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত কোনো আয়, যদি সেই ব্যক্তি-
(ক) পেশায় একজন কৃষক হন;
(খ) এর সংশ্লিষ্ট আয়বর্ষে নিম্নবর্ণিত আয় ব্যতীত কোনো আয় না থাকে, যথা;-
(অ) জমি চাষাবাদ হইতে উদ্ভূত আয়;
(আ) সুদ বা মুনাফা বাবদ অনধিক বিশ হাজার টাকা আয়।
(২১) জুলাই ১, ২০২০ হইতে ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নিম্নবর্ণিত কোনো ব্যবসা হতে উদ্ভূত নিবাসী ব্যক্তি বা অনিবাসী বাংলাদেশি ব্যক্তির আয়, যথা:-
(ক) সফটওয়ার ডেভেলপমেন্ট;
(খ) সফটওয়ার বা এ্যাপ্লিকেশন কাস্টমাইজেশন;
(গ) নেশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন);
(ঘ) ডিজিটাল কন্টেন্ট ডেভেলপমেন্ট ও ম্যানেজমেন্ট;
(ঙ) ডিজিটাল এনিমেশন ডেভেলপমেন্ট;
(চ) ওয়েবসাইট ডেভেলপমেন্ট;
(ছ) ওয়েবসাইট সার্ভিস;
(জ) ওয়েব লিস্টিং;
(ঝ) আইটি প্রসেস আউটসোর্সিং;
(ঞ) ওয়েবসাইট হোস্টিং;
(ট) ডিজিটাল গ্রাফিক্স ডিজাইন;
(ঠ) ডিজিটাল ডাটা এন্ট্রি ও প্রসেসিং;
(ড) ডিজিটাল ডাটা এনালিটিক্স;
(ঢ) গ্রাফিক ইনফরমেশন সার্ভিস (জিআইএস);
(ণ) আইটি সহায়তা ও সফটওয়ার মেইনটেন্যান্স সার্ভিস;
(ত) সফটওয়ার টেস্ট ল্যাব সার্ভিস;
(থ) কল সেন্টার সার্ভিস;
(দ) ওভারসিজ মেডিকেল ট্রান্সক্রিপশন;
(ধ) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস;
(ন) ডকুমেন্ট কনভারশন, ইমেজিং ও ডিজিটাল আর্কাইভিং;
(প) রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং;
(ফ) সাইভার সিকিউরিটি সার্ভিস;
(ব) ক্লাউড সার্ভিস;
(ভ) সিস্টেম ইন্টিগ্রেশন;
(ম) ই-লার্নিং প্লাটফর্ম;
(য) ই-বুক পাব্লিকেশন;
(র) মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস; এবং
(ল) আইটি ফ্রি ল্যান্সিং।
(২২) জুলাই ১, ২০২০ হইতে ৩০ জুন, ২০২৪ তারিখের মধ্যে হস্তশিল্প রপ্তানি হতে উদ্ভূত কোনো আয়।
(২৩) বাংলাদেশ সরকারের সাথে প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) এর অধীন বাংলাদেশে পেট্রোলিয়াম পণ্য অনুসন্ধানে নিয়োজিত কোনো পেট্রোলিয়াম অনুসন্ধানকারী কোম্পানির পক্ষে সরকার কর্তৃক কর হিসাবে পরিশোধকৃত কোনো অর্থ;
(২৪) যেকোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প হইতে উদ্ভূত আয়, যার-
(ক) শিল্পটি নারীর মালিকানাধীন হইলে, বাৎসরিক টার্নওভার অনধিক ৭০,০০,০০০ (সত্তর লক্ষ) টাকা;
(খ) অন্যান্য ক্ষেত্রে, বাৎসরিক টার্নওভার অনধিক ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা;
(২৫) নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে, ব্যাংক, বিমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কূপন বন্ড হতে উদ্ভূত কোনো আয়, যথা:-
(ক) বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করে কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক উক্ত জিরো কূপন বন্ড ইস্যু করা হয়েছে;
(খ) বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পূর্বানুমোদন গ্রহণ করিয়া কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান কর্তৃক জিরো কূপন বন্ড ইস্যু করা হয়েছে;
(২৬) কোনো শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত এরূপ কোনো আয় যা “আর্থিক পরিসম্পদ হইতে আয়” হিসাবে পরিগণিত নয় এবং যদি শিক্ষা প্রতিষ্ঠানটি নিম্নের শর্তাবলি পরিপালন করে-
(ক) সরকারের এমপিওভুক্ত (মাসিক পে অর্ডার এর জন্য তালিকাভুক্ত) হয়;
(খ) সরকার কর্তৃক অনুমোদিত কারিকুলাম অনুসরণ করে;
(গ) সরকারের বিধি-বিধান অনুসারে গঠিত কোনো পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়;
(২৭) “চাকরি হইতে আয়” হিসাবে পরিগণিত আয়ের দুই-তৃতীয়াংশ বা ৪, ৫০,০০০ (চার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা যাহা কম;
(২৮) কোনো সরকারি বিশ্ববিদ্যালয় বা কোনো আইনের অধীন প্রতিষ্ঠিত এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কস্ট এ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড সেক্রেটারিগণের কোনো পেশাজীবী সংগঠন কর্তৃক পরিচালিত কোনো পেশাজীবী প্রতিষ্ঠান (প্রফেশনাল ইনস্টিটিউট) কর্তৃক গৃহীত সুদ বা লভ্যাংশ ব্যতীত অন্য কোনো আয়;
(২৯) কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে গৃহীত সম্মানি বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট হতে গৃহীত কোনো কল্যাণ ভাতা;
(৩০) সরকার হতে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পুরস্কার;
(৩১) কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা হতে উদ্ভূত কোনো আয়;
(৩২) কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর পরিশোধিত লভ্যাংশ, যদি উক্ত লভ্যাংশ বিতরণকারী কোম্পানি উক্ত কর পরিশোধিত লভ্যাংশের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করে;
(৩৩) ৩০ জুন ২০৩০ তারিখের মধ্যে কোনো Ocean going ship being Bangladeshi flag carrier কর্তৃক অর্জিত ব্যবসার আয় ফরেন রেমিট্যান্স সংক্রান্ত বিধানাবলি অনুসরণ করে বাংলাদেশে আনা হলে সেরকম আয়।
কর রেয়াত হচ্ছে এক ধরণের কর অব্যাহতি। কোনো করদাতার গ্রস করদায়ের বিপরীতে আইনানুযায়ী ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে কর রেয়াত। কর রেয়াত প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে করদাতার করদায় থাকতে হবে। অর্থাৎ যেক্ষেত্রে করদাতার কোনো প্রকার করদায় নেই সেক্ষেত্রে করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্ত হবেন না। যেক্ষেত্রে করদাতার করদায় অপেক্ষা করদাতা কর্তৃক দাবীকৃত আইনানুগ কর রেয়াতের পরিমাণ বেশি সেক্ষেত্রে নূন্যতম করদায় পরিশোধ সাপেক্ষে রেয়াতের পরিমাণ সমন্বয় হবে।
একজন করদাতার বিনিয়োগের উল্লেখযোগ্য খাতগুলোর তালিকা নীচে দেয়া হলো:
▪জীবন বিমার প্রিমিয়াম;
▪ সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা;
▪ স্বীকৃত ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা;
▪ কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা;
▪ সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা;
▪ যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ডিপোজিট পেনশন স্কীমে বার্ষিক সর্বোচ্চ ১,২০,০০০ টাকা বিনিয়োগ;
▪ যেকোনো সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০ টাকার বিনিয়োগ;
▪ বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ;
▪ যাকাত তহবিলে দান;
▪ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান;
▪ প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান;
▪ মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান;
▪ আহসানিয়া ক্যান্সার হাসপাতালে দান;
▪ ICDDRB তে প্রদত্ত দান;
▪ CRP, সাভার এ প্রদত্ত দান;
▪ সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান;
▪ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ এ দান;
▪ ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান;
▪ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান।
কর নির্ধারন হচ্ছে মোট আয় ও কর পরিগননার একটি পদ্ধতি। আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৮০ অনুসারে স্বনির্ধারনী পদ্ধতিতে করদাতার আয় এবং কর পরিগননা করা হয়। পূর্বে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য দু’টি পদ্ধতি প্রচলিত ছিলো- সাধারণ পদ্ধতি ও সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি। বর্তমানে স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য কেবল স্বনির্ধারণী পদ্ধতি রয়েছে। অন্য কোনোভাবে রিটার্ন দাখিলের সুযোগ নেই।
সাধারণতঃ আয় বর্ষের পরবর্তী বর্ষকে কর বর্ষ বলা হয়। যেমন, ১লা জুলাই ২০২৩ হতে ৩০ শে জুন ২০২৪ সময়কাল পর্যন্ত উপার্জিত আয়ের আয়বর্ষ হইবে ২০২৩-২০২৪ এবং করবর্ষ হইবে পরবর্তী বর্ষ অর্থাৎ ২০২৪-২০২৫ ।
বাবার মৃত্যুর পর টিআইএন বাতিল করার প্রয়োজনীয়তা নির্ভর করে তার উত্তরাধিকারীদের উপর। যদি এমন কোন ব্যবসা বাবার নামে থাকে যা টিআইএন বাতিল করিলে ব্যবসা সংক্রান্ত সকল কাগজপত্র বাতিল করে নতুন করে করতে হয় কিংবা বড় ধরনের জটিলতা তৈরি হয় সে ক্ষেত্রে টিআইএন বাতিল না করে উত্তরাধিকারীরা প্রতিবছর বাৎসরিক রিটার্ন জমা দিয়ে Assessment করাতে পারবেন। আর যদি টিআইএন এর কোন প্রয়োজনীয়তা না থাকে তাহলে উত্তরাধিকারীরা উপকর কমিশনার বরাবর টিআইএন বাতিলের জন্য আবেদন করিতে পারেন। উপকর কমিশনার Inspection বা Hearing এর মাধ্যমে অথবা আবেদনের উপর ভিত্তি করে আপনার টিআইএন এর কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারেন।
অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।
এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করুন।
www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।
হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।
পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case alphabete, upper case alphabete, digit (0-9) এবং special character (@, #, $, %, *, &, ! ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।
আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১# ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেবার পর ফিরতি মেসেজে মোবাইল ফোন কোম্পানী আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নম্বর নিবন্ধিত তা জানিয়ে দিবে।
e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক e-Return এর যেকোন সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। Etax service center পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চল e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।
e-Return সিস্টেমকে সহজ ও user friendly করার জন্য অনেক feature দেয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন।
এই বছরে অনলাইন রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস upload করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি Acknowledgement slip পেয়ে যাবেন। Tax certificate (ট্যাক্স সার্টিফিকেট) সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax record মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় Acknowledgement slip, Tax certificate ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন।
অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ (এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।
রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
ক। etaxnbr.gov.bd এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রীন দেখতে পাবেন যার বাম দিকে তিনটি মেনু দেখায় – Home, Return submission, Tax record
খ। সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করুন। তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে ।
গ। তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন ।
রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-
i) Assessment - প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে
ক। Assessment information: Assessment year, Income year ইত্যাদি।
খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।
গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।
ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।
ii) Income – এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।
iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।
iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।
v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।
vi) Tax & payment- এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে । এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।
vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন।অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
হ্যাঁ, পারবেন। Tax & Payment সেকশনে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রির্টান দাখিল করতে পারবেন।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT, রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।
প্রথমে Purpose of payment হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount এ এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount এ টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।
অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে AIT (154) হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে AIT on Car হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্র্যানজাকশন আইডি (Transaction ID) পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।e-Return Ledger অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় রিটার্ন পূরণ অসত্য ও অসম্পূর্ণ হয়ে যাবে।
সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে Tax Payment Status গিয়ে Go to Return বাটনে ক্লিক করতে হবে।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।
অন্যান্যদের ক্ষেত্রে Salary(others) চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount ঘরে টাইপ করতে হবে। উল্লেখ্য চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount ও Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে Claim source tax এ Sanchaypatra/BankFI Interest/Other (Dividend-Section-117) হতে Sync from Income সিলেক্ট করে পরের স্ক্রীনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।
মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করা থাকলে Income from other source এর Income type এ Other source (with TDS) সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে Income type এ Any other income সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেকপূর্বে সংশ্লিষ্টরীনে Income page এ Financial asset>Sanchaypatra আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রীনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।
প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে Tax & Payment সেকশন এর নিচে অপরিশোধিত কর Payable এ প্রদর্শন করবে এবং Pay Now বাটন একটিভ থাকবে। Pay Now বাটন ক্লিক করে আপনি আপনার জন্য প্রযোজ্য অপরিশোধিত কর এ-চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।
Tax & Payment সেকশনে Total Tax Payable এর নিচে Have you paid any source tax, advance tax, or any regular tax for 2024-2025 Assessment Year? এ Yes করলে এবং পরবর্তীতে প্রদর্শিত Do you need to update your tax payment status? Yes করলে আপনি e-Return Ledger এ প্রবেশ করবেন। এখানে বামপাশের Adjustment of tax refund মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরুপে কার্যকর হবে।
টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
e-Return সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে আপনি তাৎক্ষণিক নিম্নোক্ত সুবিধা পাবেন-
i) ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
ii) টিন সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।
iii) রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।
iv) রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে Acknowledgement slip ডাউনলোড করতে পারবেন।
v) এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।
vi) এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোন রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্ট এর সুবিধা পাওয়া যাবে।
২০২৪-২০২৫ কর বছরে যাদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলকঃ
ক) ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সার্কেলসমূহের অধিক্ষেত্রাভূক্ত সকল সরকারি কর্মচারি;
খ) সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিগণ
গ) সকল মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা/কর্মচারি
ঘ) ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ পিএলসি এ কর্মরত কর্মকর্তা/কর্মচারিগণ।
না, আপনি সম্পদ-দায় অংশে অটো ফিল (Autofill) অপশনে ক্লিক করলেই পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে, এখন প্রয়োজন মাফিক আপনি এডিট, ডিলিট, এ্যড, আপডেট করতে পারবেন।
বিগত বছর আপনি e-Return সিস্টেমে রিটার্ন তৈরী করলেও অনলাইনে তা দাখিল করেননি। তাই সিস্টেম আপনার তথ্য সংরক্ষণ করেনি।
আপনি Income section ও Tax and payment এর Update tax payment এ ভিন্ন তথ্য ইনপুট দিয়েছেন। উভয় সেকশনে প্রকৃত তথ্য একইভাবে ইনপুট দিলে এই সমস্যা থাকবে না। অথবা সহজে ইনপুট দেবার জন্য আপনি e-Return Ledger এ Bank TDS এর ক্ষেত্রে Sync from Income ক্লিক করলে পূর্বে এন্ট্রিকৃত তথ্য দেখাবে যা সিলেক্ট করে সহজেই তথ্য হালনাগাদ করা যাবে না এবং এই সমস্যা হবে না।
বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।
আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৩ হতে ৩০-০৬-২০২৪ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ৩০-০৬-২০২৪ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।
না, প্রযোজ্য নয়।
সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ ভুল দিলে এরুপ সমস্যা হয়। এছাড়াও ৩০/০৬/২০১৯ এর পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্র হলে সেক্ষেত্রে তথ্য আসবে না। তবে এক্ষেত্রে Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে এই সমস্যা হবে না।
না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।
টিআইএন সিস্টেমে Revalidate অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN ব্যবহার করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business Subject to Minimum Tax >> Profession/ Consultancy/ Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।
বিগত বছরের যেসকল সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে অবশিষ্ট সকল সম্পদ এ বছর প্রদর্শন করতে হবে।
আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।
অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে সার্কেলে সংশোধিত পেপার রিটার্ন দাখিল করতে হবে।
আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন।
বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।
আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।
হ্যাঁ, পাওয়া যাবে। ডিসিটি সার্টিফাইড কপি প্রদান করবেন।
Value Added Tax or VAT is such an indirect tax which is paid by the consumer through a registered person. Value Added Tax or VAT on a particular goods or service is determined on the basis of adding actual level of value of the said goods or service adjusting input tax payable against the supplied goods or service.
Supposing a goods was purchased for Taka 1000 and it was sold at Taka 1500, in that case, an amount of Taka 130.43 was included as VAT for the purchase of Taka 1000 (Calculation: 1000x15/115); likewise, a VAT amount of Taka 195.65 shall be inclusive of Taka 1500, if the goods is sold at that price. (Calculation: 1500x15/115).
Actual addition will be Taka 500 if the goods is sold at Taka 1500 and as the seller had paid the price of the goods during purchase inclusive of the VAT, he will pay the VAT at the actual level of addition at the stage of sale, that is on Taka 500, taking back the VAT paid by him at the stage of purchase.
Payable VAT on Taka 1500- Taka 195.65
VAT included in Taka 1000- Taka 130.43
Net payable VAT on Taka 500- Taka 65.22 (Calculation: 500x15/115)
Method of calculation by seller- = (1500x15/115) - (1000x15/115)
=195.65-130.43
=65.22 Taka
VAT is levied on taxable import and taxable supply. VAT will be levied at the rate of 15% on all imports and supplies except on goods and services waived under the provisions of the First Schedule of the law.
Procedure of Value Added Tax or VAT is an automatic taxing procedure based on input tax credit against supply or sale. The supplier accepts the paid up VAT on the purchase tax of the goods or service during the purchase as credit as against the VAT included in the price during supply of such goods or service and he pays the net amount of VAT. Therefore, the seller realizes the VAT from within the price obtained from the buyer and deposits the net amount of VAT to the Government treasury after taking credit on VAT at purchase level.
As VAT is considered to be a consumer tax, the consumer shall pay the whole amount of VAT as applicable on goods or service. As an intermediary procedure, the producer, the supplier, all, at every levels of sale, shall realize VAT on behalf of the Government and deposit to the Government treasury.
The VAT payer is the last consumer of goods or service in the Value Added Tax procedure. The supplier or seller realizes VAT from the purchaser at every level of sale and deposits to the Government treasury. As the consumer is the last among the purchasers, therefore, the ultimate liability of VAT devolves on the consumer. The supplier or seller deposits the VAT realized only at the level of sale to the Government treasury.
As a good citizen, I shall pay VAT on the following reasons:
01. It is the moral obligation of a citizen to pay tax in order to abide by the law of the State
02. Development of the State is not possible without the money received from tax.
The Value Added Tax was introduced in Bangladesh on 1 July 1991. The new law on VAT will come into force with effect from 1 July 2017.
The standard rate of VAT is 15%. Applicable rate of VAT in case of import and supply is 15% and in case of export is 0%.
Under the purview of VAT procedure 1991 the standard rate of VAT is 15%. According to the budget of the last Financial Year (2015-16), apart from the standard rate, 10 lower rates are in place on the basis of reduced base price in case of some services, e.g., 1.5%, 2%, 2.5%, 4%, 5%, 5.5%, 6%, 7.5%, 9% and 10%.
The registration threshold under the new VAT procedure is Taka 8 million and enlistment threshold is Taka 3 million.
The VAT procedure functions through accepting input tax credit at every level of supply. The tax payer, in accordance with the law and relevant rules and through maintaining accounts during every tax period, accepts paid up VAT on purchased input or goods. The VAT chain is maintained through accepting credit at every level of supply and paying Value Added Tax on all value additions.
Stage | Price on which Value Added Tax may be levied | Value Added Tax (Rate of Tax-15%) | Credit | Net VAT | Addition |
---|---|---|---|---|---|
Import/ input accumulation stage Supposedly, price at Import/ input accumulation stage- 1000/- |
1000/- | 130.43/- | 0/- | 130.43/- | 1000/- |
Output stage Supposedly, sale price by the producer at output stage- 1500/- |
1500/- | 195.65/- | 130.43/- | 65.22/- | 500/- |
Wholesale stage Supposedly, sale price by the seller at wholesale stage- 2000/- |
2000/- | 260.87/- | 195.65/- | 65.22/- | 500/- |
Retail stage Supposedly, sale price at retail stage- 2500/- |
2500/- | 326.09/- | 260.87/- | 65.22/- | 500/- |
Tax paid by the consumer (on final price- 2500/-) |
326.09/- |
If any goods or service stipulated in the First Schedule of the law falls under the purview of your economic activities, in that case, according to law, no obligation of VAT shall accrue in your business.
Moreover, the annual turnover of your business shall determine applicability of VAT in the business. (See Question- 2.2). But without regard to the annual turnover of your business, you can pay VAT after VAT registration, if you so desire.
Under the purview of the new VAT law, tax means VAT, turnover tax and supplementary duty and interest, fine and pecuniary penalty in order to realize arrears.
A consumer’s responsibility is to take delivery of the purchase invoice from the seller during purchase. Because, if he takes delivery of the VAT invoice properly, it will ensure deposit of the VAT included in this invoice to the Government treasury rightly.
Issuing VAT invoice is the responsibility of a seller, at the same time it is the responsibility of the purchaser also to take delivery of the VAT invoice properly. If the seller does not incline to issue VAT invoice on any ground, he will apprise the seller about this responsibility, because, if delivery of the VAT invoice is taken properly, it will ensure deposit of the VAT included in the invoice to the Government treasury rightly. Even then, if the seller does not incline to issue the VAT invoice, he may bring the matter to the notice of the VAT authority, online or may also inform the nearby VAT authority.
Under the Value Added Tax procedure, any importer, exporter or taxable supplier has to be involved in the VAT procedure. This involvement takes place with the VAT procedure through registration or enlistment. He has to abide by the VAT law through taking Business Identification Number in the prescribed manner under the purview of the VAT law. And under the purview of the VAT law, taking Business Identification Number in the prescribed manner is called registration or enlistment.
Registration shall have to be taken when turnover of economic activities exceeds Taka 8 million in every 12 (Twelve) months and Enlistment shall have to be taken when turnover of economic activities exceeds Taka 3 million in every 12 (Twelve) months. You have to take Registration or Enlistment within 15 (Fifteen) days of arising the necessity of Registration or Enlistment. Registration or Enlistment shall take effect from the 1st date of the following month.
Business Identification Number is the business identification number taken by an individual on the basis of turnover of his economic activities. This identification number can’t determine the nature and activities of the individual’s economic activities. It is a specific number of 9 digits by which a tax payer can be identified. A tax payer’s state of business affairs can be identified through this number from the website of the NBR.
If limit of the annual turnover of my economic activities exceeds the prescribed limit, an application has to be submitted to the Commissioner in Form- VAT 2.1. After proper scrutiny and examination a Registration Certificate/ Turnover Tax Enlistment Certificate will be issued in my favour in Form- VAT 2.1 containing a BIN from the VAT system within three working days.
A businessman’s legal validity of business is established through the BIN. You can avail the following advantages:
VAT Certificate of Honour is a letter of recognition issued from the VAT Online System in favour of a tax payer in VAT Form- 18.5 after he submits tax returns of VAT or Turnover Tax for all Tax Periods during the concerned one year.
A Certificate of Honour will be issued within the following one month of completion of the Financial Year in VAT Form- 18.5 on submission of tax returns of VAT or Turnover Tax for all Tax Periods during the concerned Financial Year. This will not require any application. VAT Online System will transmit that automatically. Validity of this Certificate of Honour will remain in force for the next one year.
Through a Certificate of Honour under the VAT law, any individual may take advantage of the following, e.g. –
Moreover, under the Tax Payer Motivation Programme, various social facilities may be obtained, e.g.,-
You will reckon annual Turnover in your business by adding the whole amount of money as received from goods manufactured at, imported to or purchased by your business concern or the sum received there from taxable services during the period of 12 (Twelve) months.
Method of calculating yearly business turnover in case of obtaining registration:
Supposedly, January 2017 is the current month, calculating from 31 December 2016, the last day of the preceding month, turnover should be determined for a period of the last 12 months, i.e., from 1 January 2016 to 31 December 2016.
That is, in order to register my wholly new business concern, I shall calculate the net turnover for the next 12 months starting from the first day of the preceding month.
Example: Supposedly, you are going to start a new business with effect from the month of January 2017. At this stage, calculating from 1 December 2016, the first day of the preceding month, turnover should be determined for a period of the next 12 months, i.e., from 1 December 2016 to 30 November 2017.
(b) on the basis of estimated turnover, if the person liable to be registered presupposes that he will cross the registration threshold, estimating net turnover for the next 12 months, starting from the first day of the next month of the month (tax period) in which he will examine probability of his registration, in that case, he has to procure registration for VAT.
For registration or enlistment, you have to apply to the concerned commissioner in form VAT 2.1 for registration or enlistment.
After verification of documents and information The commissioner shall enlist or register within 3 (three) working days and issue a Business Identification Number in VAT 2.3 from in your favor. One can get the registration certificate Online or can get from VAT Online help centre as hard copy.
Single registration is enough for all companies/Branch under a group (if same economic activity).This is called central registration. If separate branch take separate registration, separate accounts must be maintained.
Value Added Tax and Supplementary Duty Act, According to Section 5 of 2012, there is no need for separate registration for each branch of the same company, Business operations can be managed with a single registration.
If the Commissioner, upon proper verification, considers you liable for registration, he can, in that case, register or enlist you, on his own.
There is no need for obtaining registration or enlistment for exempted economic activities.
Yes, you can.
If you like to make any kind of alteration in the information provided during registration or enlistment, you can do it by yourself, but the Commissioner must be informed online par VAT-2.6 Form within 15 (Fifteen) days of the alteration in information.
You can change place of your business concern by applying to the Commissioner in VAT-2.7 Form, 15 (Fifteen) days before transfer of the place of business, subject to justification of such application.
No documents shall be required to be submitted during registration or enlistment. Application for VAT registration or enlistment shall have to be submitted in VAT- 2.1 Form (in applicable cases, in Form VAT-2.2).
There is no geographical limitation for registration under the VAT law. Under the new procedure, no Trade Licence or any such document shall also be required for obtaining registration. Registration will be granted on the basis of Postal Codes. Therefore, registration can be obtained from any place in Bangladesh.
Yes, you can. You can alter from Enlistment to Registration on the basis of Annual Turnover threshold, i.e., in case the enlisted Annual Turnover threshold exceeds Taka 8 million. And you can alter from Registration to Enlistment, in case the Annual Turnover threshold of the registered business concern exceeds Taka 3 million but stands within or below taka 8 million.
The Forms concerned with Registration or Enlistment are as follows:
Sl No | Description | Form No |
---|---|---|
1 | Central registration / enlistment | 2.1 |
2 | Branch registration | 2.2 |
3 | Value Added Tax registration certificate / Turnover tax enlistment certificate | 2.3 |
4 | Value Added Tax registration / Turnover tax enlistment revocation and application for alteration of tax-nature. | 2.4 |
5 | Value Added Tax registration / Turnover tax enlistment revocation- final return. | 2.5 |
6 | Post registration / enlistment information alteration or addition of new information- intimation to the Commissioner | 2.6 |
7 | Application for transfer of place of business concern | 2.7 |
Application for registration or enlistment shall have to be submitted at the following places:
Yes, there is. Online based application shall be the main medium of registration or enlistment. In case of online application registration will be available instantaneously.
Yes, it is required. Display the Registration Certificate or Turnover Tax Certificate or their attested copies in such a manner so that the same can be easily visible by all.
You can apply before the Commissioner in VAT-2.4 Form in case any situation arises for revocation of Registration or Enlistment of your business concern. The Commissioner shall direct to furnish final return within 15(Fifteen) days if he considers reasonable, causes for revocation of registration after suspending the registration or enlistment for the time being. The Commissioner shall revoke registration or enlistment within 15(Fifteen) days of furnishing final return, subject to receiving information properly.
The differences between provisions in the old and the new law in respect of registration and enlistment are as follows:
The Value Added Tax Act 1991 | The Value Added Tax and Supplementary Duty Act 2012 |
---|---|
|
|
If the VAT Registration Certificate or the Turnover Tax Enlistment Certificate is lost or destroyed, you can once again take a printout from the VAT Online System or print the same from the previous email sent to you. In whatever manner you apply, either online or through papers, registration will be created from the Online System.
Individuals registered or enlisted under the purview of the Value Added Tax Act 1991 shall have to be re-registered or re-enlisted under the new law.
You can apply for online registration in accordance with the following methods:
Step-1: At first visit www.nbr.gov.bd . Select Online VAT Registration option. You reach VAT Online Portal.
Step-2: Create first, User ID and Password there in the name of the individual liable to be registered or enlisted.
Step-3: Enter into the VAT Online System using the User ID and Password and after selecting Registration option, submit VAT- 2.1 Form, duly filled in.
Step-4: If the submission is correct, VAT Registration Certificate or Turnover Tax Enlistment Certificate will be created. You will get that from the System. That will also be sent to your email.
NB: Before furnishing any online application, please go through the relevant practical guide from the website of the NBR. Moreover, you can train yourself from www.nbrelearning.gov.bd in order to learn more in details including watching relevant video films.
The rates of Tax applicable in Bangladesh are as follows:
VAT is levied on all taxable imports and taxable supplies.
VAT is paid by –
Supply by any resident individual or supply by any non-resident individual from a specified place in Bangladesh shall be considered to be delivered in Bangladesh.
An individual who is not a resident is a non-resident individual. In this case a resident individual is he who-
If any non-resident individual likes to operate economic activity from a particular place in Bangladesh, he will operate his economic activity or business by appointing a VAT agent.
The VAT agent must have one or more of the following prerequisites:
The nonresident individual furnish all data in form Mushok 3.4 to the commissioner about the agent. If all information found correct, the VAT system shall notify the agent for his or her consent. If the agent gives consent, the appointment of agent will be effective.
A VAT agent shall perform, on behalf of a non-resident individual, the following activities under the Value Added Tax and Supplementary Duty Act 2012, namely:
Reverse charge is applicable to service recipient at import level. Reverse charge is realizing tax from the service recipient in case of imported service. For example Company A will import software through internet as service; At the time of payment through banking channel Company will pay VAT and the same time he can adjust it against output tax.
The following supplies are zero rated supply:
Supply of the following services shall be Zero rated:
The following supplies shall be exempt from VAT:
In other words, supply of goods or services as specified in the First Schedule shall be exempt. A list of exemption is given in the First Schedule in respect of basic needs (food, medicine, education, etc.), agriculture, immovable property, culture, etc.
Yes VAT is applicable to all imported goods and services. But it will not impose on goods and services mentioned in the exemption schedule.
VAT imposable price has to be determined adding all taxes with imposable Import Duty (except VAT and advance Income Tax).
In case of imported goods, if no tax other than Import Duty is levied, value on which Import Duty is imposable, shall be the VAT imposable price of the said goods or service.
In case of import VAT has to be assessed multiplying 15% directly on the VAT imposable value.
Method of VAT assessment at import level:
VAT imposable Value = Supplementary Duty Imposable value + supplementary Duty
Supplementary Duty imposable value = Dutiable Value + Import Duty + Regulatory Duty + Other Duties
Advance Tax imposable value = VAT imposable value
Example: 25% Import Duty (ID), 3% Regulatory Duty (RD), 20% Supplementary Duty (SD), 15% VAT, 3% Advance Tax (AT), 5% Advance Income Tax (AIT) are already levied on import of any goods. At the import stage the of the goods consignment its Dutiable Value (DV) stands at Taka 50,000.00. Let us assess the base value for any tax at import stage and the amount of applicable duty-tax.
Tax |
Formula of Base Value |
Base Value |
Rate |
Duty-Tax |
---|---|---|---|---|
Import Duty |
DV |
50,000.00 |
25% |
12,500.00 |
Regulatory Duty |
DV |
50,000.00 |
3% |
1,500.00 |
Supplementary Duty |
DV+ ID+ RD |
64,000.00 |
20% |
12,800.00 |
VAT |
DV+ ID+ SD+ RD |
76,800.00 |
15% |
11,520.00 |
Advance Tax |
DV+ ID+ SD+ RD |
76,800.00 |
3% |
2304.00 |
Advance Income Tax |
DV |
50,000.00 |
5% |
2,500.00 |
Net Duty-Tax 40,624.00 |
Advance tax is tax paid by registered, on registered and enlisted person on the imported merchandise at the time of import.
The rate of Advance tax is 3 percent.
Yes Advance tax is adjustable in the Return( It will be decreasing adjustment)
If the advance tax be paid by the non registered person or non listed person, he can claim it to the commissioner.
If the unregistered importer happens to be the last consumer of the imported goods, he will be entitled to have the paid Advance Tax reimbursed.
The importer, within 60 days of paying Advance Tax, shall apply online in VAT Form-4.1 before any Commissioner nearby, for such reimbursement. If the application is found correct, the Commissioner, within 15 days, shall reimburse and arrange reimbursement to the applicant through cheque or transferring money to his bank account. Application for reimbursement of Advance Tax can only be submitted online.
The actual value of supply shall be considered as base value for calculating VAT.
In cases of taxable supply, VAT shall be payable in the event of any of the following activities whichever occurs first-
Tax has to be paid within 15 days of the following month of each Tax Period.
Progressive or periodic supply is:
Any directly provided supply on construction or engineering activities, building reconstruction or extension work.
In case of single and multiple supplies, tax will be levied in the following manner:
If salary of the staff is paid in full or in part by produced goods or supply-worthy service instead of Taka that will be considered to have been utilized for personal purposes of the supplier and VAT on the said goods or service shall be applicable on the basis of reasonable market price.
In case of paying value in installments, tax will be imposed on that amount of money on which installment has been paid. VAT shall be applicable in pro rata basis on the given money.
A telecommunication middleman is a distributor, agent or individual to whom telecommunication goods are supplied along with rebate on value of the goods paid in advance, by any supplier of telecommunication goods or service.
Telecommunication goods having value paid in advance are the telecommunication goods in which cases their value have been paid in advance by any telecommunication supplier through his agent.
The original supplier of the telecommunication service is the supplier of telecommunication. No telecommunication middleman shall be included in it.
According to law, conducting lottery, lucky draw, housie, raffle draw or any such enterprise is taxable. If any individual sells ticket to a distributor or an agent giving rebate on the value of it in order to conduct lottery or lucky draw, actual value of the same shall have to be determined without considering the rebate, which will be taxable. That is, final consideration of the sold ticket shall be the value of the ticket.
If any supply cancelled and in case of return, the supplier can make an decreasing adjustment of the returned portion of the supply. And, the supply will issue a credit note also.
In cases where supply of taxable goods is delivered though teller machine, meter or any such automatic machine (except payment by telephone), in such cases deals are conducted by the supplier or his coin, currency and token, tax shall be payable while such coin, currency or token is released by the supplier or his agent from such teller machine, meter or automatic machine.
In cases where taxable supply is delivered through teller machine, meter or any other automatic machine, and money is paid for such supply in the prescribed manner, in such cases tax shall have to be paid during payment of money to the supplier by the supplying individual.
You will calculate Net Tax in accordance with the following method:
Input Tax = 1400/-
Increasing Adjustment = 300/-
Decreasing Adjustment = 200/-
Therefore, Net Tax = (2000 + 300 – 1400 – 200)/-
= 700/-
It is mandatory to deposit Net Tax to the Treasury before submitting Return. But it may be mentioned here that whenever tax becomes payable during any time of the concerned tax period, the tax payer can at any time pay the amount to the Treasury before submitting the Return, retaining that tax amount in hand. It is noteworthy that if the amount of Net Tax is positive and Return is submitted without paying the tax, interest will be calculated after the 15th of the next month following the concerned tax period and pecuniary penalty shall also be imposed for violating the law.
Credit is deducting or adjusting paid VAT during purchase by the taxpayer from the VAT realized from the buyer during supply. As for example, supposing, a tax payer has realized Taka 39.13 as VAT by delivering a supply of Taka 300, for that particular supply, he has purchased input worth Taka 200. He has paid Taka 26.07 there as VAT. He will deposit the residual sum of Taka 13.06 (39.13 – 26.07) to the Government Treasury after adjusting paid up Input Tax (Taka 26.07) at purchase level from tax realized (Taka 39.13) at sale level.
The conditions of availing credit are:
Tax Credit has to be availed during the concerned Tax Period or within the following 2 Tax Periods within which Tax Period the import or sale is undertaken
In order to avail Credit the only required document is the Tax Invoice (VAT-6.3). But in case of import, the Bill of Entry shall be considered as Tax Invoice.
Yes, there is scope for availing partial Input Tax credit. If partial consideration is paid for taxable supply, or if the entire supply raised by accrued input does not become taxable, in such circumstances partial Input Tax Credit may be availed.
If any individual is not entitled to avail Input Tax Credit in full against import or accrual during a Tax Period, the portion he will be entitled to avail as credit according to law, that portion may be termed as partial Input Tax Credit. If partial consideration is paid up without paying the consideration in full for taxable supply, or if the entire supply is raised by accrued input does not become taxable, partial Input Tax Credit may be availed. Partial Input Tax Credit shall be applicable when exempt goods and taxable goods both are produced using imported or accrued raw materials.
If any individual is not entitled to Input Tax Credit in full against import or accrual during any Tax Period, Input Tax Credit shall be available on the applicable portion in accordance with the law and rules. Partial Input Tax Credit shall be available in the following circumstances:
= 821.74
= Net Input Tax X Net Taxable Supply/ Net Supply
= 821.74 X 6000/ 9000
= 821.74 X 0.6667
= 547.85/-
Adjustment is a process to translate the economic activities in tax liability or tax impact. The impact could be decreasing adjustment or increasing adjustment.
Incidents of Adjustment are:
In the new VAT System there are two types of Adjustments, e.g.,
When a business or economic activity increases the tax liability its called increasing adjustment and when the business activity decreases the tax liability its decreasing adjustment.
The Withholding Tax Entities are:
Following are the documents concerned with the Adjustment Incident:
Withholding Tax at Source is a process which denotes that when any institution other than an institution withholding tax at source delivers supply amounting to a value over Taka 10 (Ten) thousand under a contract, tender or work order, to any institution withholding tax at source, during payment of the bill, shall withhold a maximum amount of one third of the applicable tax and the withholding tax at source authority shall be liable to deposit the sum to the Government Treasury.
Yes, Withholding Tax at Source an incident of adjustment. Withholding Tax at Source may take place in both increasing and decreasing orders.
As for example, supposing, an institution, namely, ‘A’ delivers a supply amounting to a value of Taka 100,000/- to an institution, namely, ‘B’ Limited (Withholding Tax at Source Institution, according to the provisions of Section 2(11) of the law).
In this case, ‘B’ Limited institution shall withhold at source, a minimum amount of one third of the applicable VAT while paying the value. The ‘B’ Limited institution shall withhold at source, Taka 4347.82, i.e., one third of Taka 13,043.48, the applicable VAT on Taka 100,000/-. As the law provides for withholding at source a minimum amount of one third, therefore, if the ‘B’ Limited institution so desires, it may withhold at source, any amount of money below Taka 4347.82.
However, if Taka 4347.82 is withheld at source by the ‘B’ Limited institution, at the end of the Tax Period, it will add Taka 4347.82 to its applicable tax as Increasing Adjustment and the ‘A’ institution will deduct Taka 4347.82 from its applicable tax as Decreasing Adjustment.
According to the provisions of Section 48 of the Value added Tax and Supplementary Duty Act 2012, withholding tax at source is both increasing and decreasing adjustment. As the buyer, while taking delivery of the supply, shall withhold tax at source from the supplying institution, it is deemed to be increasing adjustment as withholding at source in the case of the buyer, in the case of the other supplier it is decreasing adjustment as withholding at source.
As for example, supposing, an institution, namely, ‘A’ delivers a supply amounting to a value of Taka 100,000/- to an institution, namely, ‘B’ Limited (Withholding Tax at Source Institution, according to the provisions of Section 2(11) of the law).
In this case, ‘B’ Limited institution shall withhold at source, a minimum amount of one third of the applicable VAT while paying the value. The ‘B’ Limited institution shall withhold at source, Taka 4347.82, i.e., one third of Taka 13,043.48, the applicable VAT on Taka 100,000/-. As the law provides for withholding at source a minimum amount of one third, therefore, if the ‘B’ Limited institution so desires, it may withhold at source, any amount of money below Taka 4347.82.
However, if Taka 4347.82 is withheld at source by the ‘B’ Limited institution, at the end of the Tax Period, it will add Taka 4347.82 to its applicable tax as Increasing Adjustment and the ‘A’ institution will deduct Taka 4347.82 from its applicable tax as Decreasing Adjustment.
Following are the features of withholding tax at source:
No.
No.
Within the purview of withholding at source, any institution other than any institution withholding tax at source, during delivering supply over a value of Taka 10 (Ten) thousand, under contract, tender or work order, to any withholding tax at source entity, shall supply par VAT-6.3 invoice. In that case, he will fill in the concerned portion of the VAT-6.3 in respect of withholding at source which will be considered as adjusted tax invoice for withholding at source. The withholding at source entity, after withholding at source, shall issue certificate of withholding tax at source in Form VAT-6.6. The supplier, on the basis of certificate received in Form VAT-6.6, shall commit a decreasing adjustment and the withholding entity at source shall commit an increasing adjustment.
The following documents shall have to be preserved in order to maintain accounts, namely:
There are two methods or principles of account maintenance, namely:
There is no scope of arrear accounts in case of cash based principle of transaction. On the other hand scope of account maintenance exists in accrual based transaction even without paying in cash. In business transactions arrear must be there, therefore, in all business concerns, accrual based methods or principles are followed. Hence, the new VAT law also follows the accrual based principle.
The VAT related documents should be maintained up to 5(Five) years in order to facilitate assessment of tax.
No documents other than the Tax Payer’s Return (Form VAT-9.1 or 9.2) and purchase-sale information (Form VAT-6.20) are required to be sent to the VAT office.
Yes, you can maintain all of your accounts in digital method. In such case there is no need of maintaining hard copy along with the digital method simultaneously. But if you so desire, you may also maintain copy manually along with the digital method simultaneously.
Tax Invoice is the numerical series of documents comprising specified information and data of the supplier in respect of his taxable supply. Form VAT-6.3 shall be considered as the tax invoice. The tax invoice shall consist of the following information:
According to the rules under the Value Added Tax and Supplementary Duty Rules 2016, the supplier shall issue tax invoices against each supply in Form VAT-6.3. The Instructions to fill in Tax Invoice must be followed in order to issue correct Tax Invoice.
In case of contractual output you can use VAT-6.4 Form.
I shall use Form VAT-6.5 in case of transferring economic activity related goods from one Section to another Section under the Central Registration System.
According to the provisions of Section 53 of the Value added Tax and Supplementary Duty Act 2016, the invoice to be delivered to the Withholding Tax at Source Entity by the Supplier on or before the date of supply, shall be called the Adjusted Tax Invoice and Withholding Tax at Source Certificate. Form VAT-6.3 and Form VAT-6.6, combined together are considered to be ‘’Adjusted Tax Invoice and Withholding Tax at Source Certificate’’.
No, for maintaining your accounts, it is not mandatory to follow the Format in tact as mentioned in the Rules. You can arrange the format according to your own choice in order to cater to the need of your business concern. In that case one point should be kept in mind that the information which appears in the Rules should also be there in your own format.
No.
No. There is no scope in the new law to maintain two types of accounts. The accounts of your business concern shall be considered as the account of VAT. You have to maintain only one account.
According to Section 55 of the Value Added Tax and Supplementary Duty Act, 2012-
Adult supplements are generally applicable for the goods or services that are generally meant for luxury or discouragement.
According to the provisions of the Value Added Tax and Supplementary Duty Act 2016-
The Supplementary Duty shall be levied-
Value shall be determined for levying Supplementary Duty in the following method:
Supplementary Duty imposable value = Dutiable Value/ value of the imposable Import Duty + Import Duty + regulatory Duty + other taxes |
25% Import Duty (ID), 3% Regulatory Duty (RD), 20% Supplementary Duty (SD) have been levied on import of a certain goods. Assessable Value (AV) of consignment of the goods at import level is Taka 50,000.00. Let us assess Base Value and the amount of applicable Supplementary Duty to levy Supplementary Duty at import level.
Tax | Theory of Base Value | Base Value | Rate | Duty- Tax |
---|---|---|---|---|
Import Duty | DV | 50,000.00 | 25% | 12,500.00 |
Regulatory Duty | DV | 50,000.00 | 3% | 1,500.00 |
Supplementary Duty | DV+ID+RD | 64,000.00 | 20% | 12,800.00 |
Example: Supposing, market value of a certain goods inclusive of Supplementary Duty is Taka 300. In this case VAT and Supplementary Duty are included in the value of the goods. The rate of Supplementary Duty is 10%.
Therefore, VAT imposable value = Supplementary Duty imposable value + Supplementary Duty.
VAT imposable value = (300 – 300 X tax- fraction) Taka
= (300 – 300 X 15/ 115) Taka
= (300 – 39.13) Taka
= 260.87 Taka
Supplementary Duty imposable value + Supplementary Duty = 260.87 Taka
Therefore, Supplementary Duty imposable value shall be available after deducting Supplementary Duty from Taka 260.87.
Supplementary Duty imposable value = (260.87 – 260.87 X tax- fraction) Taka
= (260.87 – 260.87 X 10/110) Taka
= (260.87 – 24.35) Taka
= 236.52 Taka
Supplementary Duty is applicable on import and supply of goods and services as specified in the Second Schedule. The list along with the applicable rates is given below:
List of Supplementary Duty imposable goods
Heading Number | HS Code | Base Value | Rate(%) or amount of Supplementary Duty |
---|---|---|---|
(1) | (2) | (3) | (4) |
21.06 | 2106.90.10 | Materials used for manufacturing soft drinks other than blending of perfumery, volume based alcohol of an alcoholic strength over 0.5% volume. | 350 |
22.02 | 2202.10.00 | Soft drinks | 100 |
2202.90.00 | Non- alcoholic beer | 100 | |
22.03 | 2203.00.00 | Beer prepared from malt | 250 |
22.04 | All HS Code | Wine prepared from fresh grapes, inclusive of fortified wine (excluding ‘grape must’ under the heading 20.09) | 350 |
22.05 | All HS Code | Wine prepared from vermouth and fresh grapes. | 350 |
22.06 | 2206.00.00 | Other fermented drinks (as for example, cider, Perry) | 350 |
22.08 | All HS Code | Indentured ethyl alcohol of an alcoholic strength by volume of less than 80% volume, spirits, liquors and other spirituous beverages. | 350 |
24.01 | All HS Code | Unmanufactured tobacco, tobacco refuse | 60 |
24.02 | 2402.10.00 | Cigarette, cigar and cigarillo made from tobacco. | 350 |
2402.20.00 | Cigarette made from tobacco | 350 | |
2402.90.00 | Manually or non-mechanically prepared beady and others | 100 | |
24.03 | All HS Code | Other manufactured tobacco and homogeneous substance, ‘homogenized’ or ‘reconstituted’ essence or perfume. | 100 |
25.15 | 2515.11.00 | Marble and travertine (apparent relative thickness 2.5% or above), cut in a crude or coarse manner. | 20 |
2515.12.00 | Merely cut, by sawing or otherwise, into blocks or slabs of a rectangular (including square) shape. | 20 | |
2515.20.00 | Ecsussine and other calcareous monumental or building stone; alabaster. | 20 | |
25.16 | 2516.11.00 | Granite (coarsely cut) | 20 |
2516.12.00 | Granite: cut by sawing or otherwise, into blocks or slabs of a rectangular or square shape | ||
25.23 | 2523.21.00 | Portland cement: white, either artificially pigmented or not. | 20 |
2523.29.00 | Other Portland cement | 20 | |
2710.12.39 | Other light lubricant and preparation: others. | 20 | |
2710.12.50 | Other medium lubricant and preparation. | 20 | |
2710.12.69 | Gas oil: others. | 20 | |
2710.19.19 | Fuel oil: others. | 20 | |
2710.19.33 | Partially refined petroleum, inclusive of top crude. | 20 | |
2710.19.34 | Grease (mineral). | 20 | |
2710.19.39 | Other heavy lubricant and preparation: (exclusive of transformer oil and heavy normal paraffin). | 20 | |
27.11 | 2711.21.00 | Natural gas, in gaseous form | 100 |
33.03 | 3303.00.00 | Perfume and cosmetic water | 20 |
33.04 | All HS Code | Beauty or cosmetic materials and cosmetic materials for skin treatment (other than substance used in drugs), sunscreen or sun tan materials; inclusive of nail care and pedicure cosmetic materials. | 20 |
33.05 | All HS Code | Materials used for hair treatment. | 60 |
33.07 | All HS Code | Materials used before, after or during shave; materials used for doing away with stinky smell from the body, depilatory and other perfumes, cosmetics and toiletries which are not mentioned or included anywhere else; room stinky smell remover (whether perfumed or not or whether having bacteria killing capacity or not). | 20 |
48.13 | All HS Code | Cigarette paper, whether cut according to size or not, or booklet or in the form of tube. | 60 |
68.02 | All HS Code | Granite, marble, travertine and alabaster and other stone. | 60 |
69.04 | All HS Code | Ceramic building bricks, flooring blocks, support or filler tiles and the like. | 20 |
69.07 | All HS Code | All dim ceramic stone plaque and oven stone or wall tiles; dim ceramic mosaic cube and similar type of goods, whether placed on any material or not. | 45 |
69.08 | All HS Code | All dim ceramic stone plaque and oven stone or wall tiles; dim ceramic mosaic cube and similar type of goods, whether placed on any material or not. | 45 |
84.15 | All HS Code(except 8415.10.10 8415.81.10 8415.82.10 8415.83.10 8415.90.10 and 8415.90.90) | Airconditioning machine with motorized fans and having temperature and humidity regulating facilities, and with features which can not regulate humidity separately and its spare parts (except capital equipments). | 60 |
8415.90.10 | Spare parts (imported by airconditioner manufacturing institution). | 20 | |
8415.90.90 | Spare parts (imported by other importers). | 45 | |
84.18 | All HS Code (except 8418.61.10 8418.69.10 and 8418.99.10) | Refrigerator, freezer and similar types of goods; heat pump; refrigerating furniture. | 30 |
85.07 | 8507.10.00 | Lead acid battery and electric accumulator | 20 |
8507.20.90 | Other lead acid accumulators | 20 | |
87.03 | All HS Code | Motor car and other motor vehicles, inclusive of station wagon: | |
|
20 | ||
|
20 | ||
|
|||
|
30 | ||
|
45 | ||
|
100 | ||
|
250 | ||
|
350 | ||
|
500 | ||
|
30 | ||
|
60 | ||
|
|||
|
30 | ||
|
45 |
Heading Number | HS Code | Base Value | Rate(%) or amount of Supplementary Duty |
---|---|---|---|
(1) | (2) | (3) | (4) |
87.04 | Entirely manufactured double cabin pick up with minimum four doors: | ||
8704.21.13 8704.31.13 |
Cylinder capacity from 1001 cc to 1500 cc | 30 | |
8704.21.14 8704.31.14 |
Cylinder capacity from 1501 cc to 2000 cc | 60 | |
8704.21.15 8704.31.15 |
Cylinder capacity from 2001 cc to 2750 cc | 100 | |
8704.21.16 8704.31.16 |
Cylinder capacity from 2751 cc to 4000 cc | 350 | |
8704.21.17 8704.31.17 |
Cylinder capacity over 4000 cc | 500 | |
87.06 | 8706.00.31 | Chassis with engine of two-stroke auto rickshaw or three-wheeler. | 20 |
8706.00.31 | Chassis with engine of four-stroke auto rickshaw or three-wheeler. | 20 | |
87.11 |
8711.10.1 8711.10.91 8711.20.11 8711.20.91 |
Entirely manufactured four-stroke motor cycle. | 45 |
8711.10.21 8711.10.92 8711.20.21 8711.20.92 |
Four-stroke detached motor cycle | 30 | |
8711.10.19 8711.10.29 8711.10.99 8711.20.19 8711.20.29 8711.20.99 |
Two-stroke motor cycle (entirely manufactured or detached). | 250 | |
93.02- 93.07 | All HS Code | Revolver and pistol, other arms, ammunition (exclusive of match weapon and sports ammunition imported by Shooting Federation), | 20 |
List of Supplementary Duty imposable services
Heading Number | Service Code | Services | Rate(%) or amount of Supplementary Duty |
---|---|---|---|
(1) | (2) | (3) | (4) |
S001 | S001.00 | Hotel and restaurant: | |
S001.10 | Hotel | 10 | |
S001.20 | Restaurant: Accommodation, while serving food or drinks if alcoholic drink is served at hotel or restaurant or if ‘’floor show’’ of any kind is arranged (even if organized on a single day in the year). |
10 | |
S012 | S012.20 | Supplier of SIM card: In case of cellular (Mobile or Fixed Wireless) telephones, supplying SIM (Subscriber’s Identity Module) card or RIM (Removable User Identification Module) card or any other similar kind of card with Microchip or in order to serve any other purpose, using Code Division Multiple Access (CDMA) every time or any other similar kind of method other than the above mentioned card. |
20 |
Supplementary Duty
Example: Supplementary Duty should be realized at the same time and following the same method when and following which method Import Duty on Supplementary Duty imposable goods are realized. At import level Supplementary Duty shall be realized in the following method:
In case of import, Import Duty and Regulatory Duty (if any) have to be added with the Import Duty imposable value.
Supplementary Duty imposable value = Assessable Value/ Import Duty imposable value + Import Duty + Regulatory Duty + other duties.
Example: Supposing, on the import of any goods, 25% Import Duty (ID), 3% Regulatory Duty, 20% Supplementary Duty (SD) have been levied. Dutiable Value of the goods consignment at import stage is Taka 50,000.00. Let us assess applicable Supplementary Duty.
Solution:
Tax | Theory of Base Value | Base Value | Rate | Duty- Tax |
---|---|---|---|---|
Import Duty (ID) | AV | 50,000.00 | 25% | 12,500.00 |
Regulatory Duty (RD) | AV | 50,000.00 | 3% | 1,500.00 |
Supplementary Duty (SD) | AV + ID + RD | 64,000.00 | 20% | 12,800.00 |
Applicable Supplementary Duty | 12,800.00 |
Supplementary Duty is realized at the same time of supply of Supplementary Duty imposable goods or service when VAT is realized.
Example: Supposing, market value of a certain Supplementary Duty added goods is Taka 300. In this case, VAT and Supplementary Duty are added with the value of the goods. The rate of Supplementary Duty is 10%.
Therefore, VAT imposable value = Supplementary Duty imposable value + Supplementary Duty
VAT imposable value = (300 – 300 X Tax- fraction) Taka
= (300 – 300 X 15/115) Taka
= (300 – 39.13) Taka
= 260.87 Taka
Supplementary Duty imposable value + Supplementary Duty = 260.87 Taka
Therefore, value of the goods inclusive of Supplementary Duty = 260.87 Taka
Supplementary Duty applicable to the goods = (260.87 X Tax- fraction) Taka
= (260.87 X 10/110) Taka
= 24.35 Taka
According to the Value Added Tax and Supplementary Duty Act, 2012, the adjustment as the reduction in supplementary duty imports during import duty is a reduction in supplementary duty adjustment.
Tax paid by Enlisted Persons or persons eligible to be Enlisted, whose annual taxable turnover on their taxable economic activities stands over 3 million and up to 8 million Taka, on the basis of their actual annual turnover is called Turnover Tax. The rate of Turnover Tax is 3%.
In case of Turnover Tax the duration is in quarterly periods, e.g.:-
Turnover Tax Return has to be submitted in Form VAT-9.2. Return has to be furnished within the 15th day of the following month of the Tax Period.
Turnover Tax payable by any individual for any Tax Period has to be paid before furnishing Return for the said Tax Period.
The Enlisted Person shall maintain accounts of all purchases and sales concerned with his supply, in Form VAT-6.1 and Form VAT-6.2. He will issue, in Form VAT-6.9, Turnover Tax Invoice, against each supply. He will calculate Turnover Tax on the basis of Tax Invoice, that is, on the basis of net taxable sale, issued against supply during each Tax Period. He will submit Return in Form VAT-9.2, on the basis of the said accounts.
Against each supply numerical series of Tax Invoice under Form VAT-6.9 has to be issued. Separate numerical series of Tax Invoice can be issued if supply is delivered from more than one place. Turnover Tax invoice has to be issued in 02 (Two) sets, of which the original Invoice has to be handed over to the purchaser and copy of which shall be maintained by the Enlisted Person at the premise of his business concern.
The amount of advance tax paid by any person shall be adjusted decreasingly against turnover tax.
Within the 15th day of the following month of the Tax Period, a Registered Person shall furnish VAT Return in Form VAT-9.1 and a Turnover Tax Enlisted Person shall furnish Turnover Tax Return in Form VAT-9.2, both before the Commissioner.
For each Tax Period, Return has to be furnished within the 15th day of the following month after completion of the Tax Period. If the 15th is a public holiday, the same should be furnished on the preceding day. It can be done 24/7 in case of furnishing online.
Return has to be furnished before the Commissioner. In order to furnish Return before the Commissioner, Return can be submitted at the following places:
Application has to be made before the Commissioner in Form VAT- 9.3 before a minimum of 7 (Seven) days of expiry of the concerned Tax Period. The Commissioner, within 7 (Seven) days of receipt of the application, after due consideration, shall approve the application. But extension of time shall not be over 1 (one) month.
Application can be made in Form VAT-9.3.
Return can be submitted at the central portal of the Board online (www.nbr.gov.bd). The advantages of submitting Return online are as follows:
If the last date of submission of Return is a public holiday, Return has to be submitted on the preceding working day.
No signature is required on the Return, if submitted online. But in case of submitting Return manually, the Registered or Enlisted Person shall sign on the Return. If, owing to any reason, it is not possible on his part to sign, authorized person on his behalf, shall sign.
For a certain Tax Period, full, supplementary or late Return can be submitted, but partial payment shall not be tenable.
Each Registered or Enlisted or fit to be registered or fit to be enlisted individual has to submit Return. It is a mandatory act.
Non submission of Return is tantamount to failure or irregularity. According to the provisions of Section 85, Sub Section (2), Article (F) of the law, in case of non submission of Return a fine of Taka 10 (Ten) thousand can be imposed; your institution shall be identified as a vulnerable institution and all activities including import, export shall be at risk.
If , in a tax period, the sum of input tax and the receivable decreasing adjustments exceeds of output tax, supplementary duty and increasing adjustments for such tax period, which results positive amount of net payable tax is called positive net tax money.
In relation to an economic activity involving construction, house building, land or property development, negative net payable of amount of money shall be carried forward indefinitely and may be deducted in subsequent tax periods. In relation to other cases, this type of money shall be carried forward and may be deducted over the following six periods remaining excess money shall be refunded.
If tax is paid in surplus of tax payable to the Government, or if the Net Tax is negative, in that case the sum should be carried forward up to six Tax periods. Afterwards if the amount of Negative Tax appears to be over 50,000, that sum of money shall be refunded. In such a case refund has to be made within 3 months of application.
In order to have the Negative Net money refunded, the amount should be a minimum of 50,000 and if it stands below this amount, carry forward should be undertaken.
The applicant shall be required to furnish all VAT Returns up to the current Tax Period. The refundable amount of money should be over Taka 50,000, after deducting interest, penalty.
Application should be submitted along with authentic documents within 6 months of payment of tax. In this case reimbursement has to be made within 2 months of online application and within 3 months of application in other methods. In this case residual money should be reimbursed after deducting all penalty, interest and debts and liabilities.
The unregistered individuals shall only be entitled to have Advance Tax reimbursed. Reimbursement will be available on application before the Commissioner online.
There is. They have to stay for less than 180 days and they have to purchase specific goods from the outlets marked “VAT Refund for Tourists”. On the basis of Refund Certificate issued by concerned outlets reimbursement of VAT money shall be made in cash from the Tourists Refund Desk at the Airport Customs office.
The Commissioner determines payable Tax on the following grounds, e.g.:-
(a) If any false declaration is given in the Return in respect of Output Tax, Input Tax, Supplementary Duty or Increasing or Decreasing Adjustment;
(b) If any false declaration is given in the Return in respect of Turnover Tax;
(c) In case of failure in furnishing Return within the specified time;
(d) In case of failure in paying payable Tax;
(e) In case of wrong reimbursement of money.
The commissioner can determine tax within 5 years and a notice has to be issued within 45 working days after tax determination.
if a supplier mistakenly treats a taxable supply as an exempted or a zero-rated one, there is a provision for commissioner to impose payable interest or monetary penalty of tax arising out of the late payment of VAT.
Appeal may be filed at the Appellate Tribunal after determination or revision of Tax.
The Value Added Tax Authority includes the Board and the Value Added Tax office under it and the Authority comprising the following VAT officials:
(a) Chief Commissioner, Value Added Tax;
(b) Commissioner, Value Added Tax;
(c) Commissioner (Appeal), Value Added Tax;
(d) Commissioner (Large Tax Payer Unit), Value Added Tax;
(e) Director General, Central Intelligence Cell;
(f) Director General, Audit, Intelligence and Investigation Department, Value Added Tax;
(g) Additional Commissioner or Additional Director General, Value Added Tax;
(h) Joint Commissioner or Director, Value Added Tax;
(i) Deputy Commissioner or Deputy Director, Value Added Tax;
(j) Assistant Commissioner or Assistant Director, Value Added Tax;
(k) Revenue Officer, Value Added Tax;
(l) Assistant Revenue Officer, Value Added Tax; and
(m) Any other officer designated by the Board.
The following officials shall be termed as Value Added Tax Officer:
(a) Chief Commissioner, Value Added Tax;
(b) Commissioner, Value Added Tax;
(c) Commissioner (Appeal), Value Added Tax;
(d) Commissioner (Large Tax Payer Unit), Value Added Tax;
(e) Director General, Central Intelligence Cell;
(f) Director General, Audit, Intelligence and Investigation Department, Value Added Tax;
(g) Additional Commissioner or Additional Director General, Value Added Tax;
(h) Joint Commissioner or Director, Value Added Tax;
(i) Deputy Commissioner or Deputy Director, Value Added Tax;
(j) Assistant Commissioner or Assistant Director, Value Added Tax;
(k) Revenue Officer, Value Added Tax;
(l) Assistant Revenue Officer, Value Added Tax; and
(m) Any other officer designated by the Board.
The main functions of the Value Added Tax Officer are as follows:
(a) Realizing Tax and activities in respect of maintenance of its accounts;
(b) Enforcement of this law and rules and regulations framed under it and administrative activities; and
(c) Performing any other duty or responsibility and activities assigned by the Board with a view to achieving objectives of this law.
The Board shall perform all other duties and responsibilities including policy making duties of the VAT Authority. In accordance of the provisions of Section 79 with a view to achieving this objective, the Value Added Tax officials shall perform under the Board, the following activities:
He will be entitled to exercise any power and perform any activities assigned on him by the Board. Moreover, He will be entitled to perform any duties and responsibilities, exercise power and perform any activities assigned on him by higher authorities or be entitled to perform any duties and responsibilities, exercise power and perform any activities of subordinate officials.
The forfeited records or documents can be returned after fulfilling the purpose of forfeiting.
Or, if the purpose of forfeiture is served by photocopies of the forfeited records or documents, original records or documents can be returned preserving the photocopies.
Forfeited goods or carriers of goods shall be released after the purpose of forfeiting the goods or carriers of goods are served. But even if the purpose of forfeiture is not finally settled, the forfeiting officer or any other officer higher in rank, in view of an application filed by the bona fide owner, in Form VAT-12.8, for release of such carriers, and subject to the following satisfactory conditions, with the approval by the Commissioner, shall be entitled to release the forfeited goods or carriers of goods:
If the conditions are fulfilled, permission of release of such goods or carriers of goods in Form VAT- 12.9 in favor of the bona fide owner shall be accorded subject to proper undertaking.
Bank accounts may be made inoperative in case of violation of any provision of the law or for the purpose of audit under Section 91 of the law or in order to realize arrear taxes under Section 95 of the law.
According to the provisions of Section 82 of the Value Added Tax and Supplementary Duty Act 2012, the VAT officials, in course of performing their duties, as of legal requirement, shall be extended mandatory assistance by:
If the VAT officials request any member, authority or officer or any other individual as aforesaid, to supply statement of immovable and movable properties, statement of Bank accounts, any other information including documents of any individual, the concerned member, authority or officer shall be bound to supply the same.
Any VAT official not below the rank of Assistant Commissioner, being duly authorized by the Commissioner, can undertake search entering commercial concerns and can examine and forfeit the records, files, documents and accounts.
According to the provisions of Section 85 of the Value Added Tax and Supplementary Duty Act 2012, the Commissioner, in cases of failure or irregularity, shall impose fine in the following manners:
Sl No | Failure or Irregularity | Amount of Fine |
---|---|---|
1 | Failure or irregularity as regards non filing of application for Registration or Enlistment within specified time limit; | Taka 10 (Ten) thousand only |
2 | Failure or irregularity as regards not displaying Registration or Turnover Tax Certificate at the right place; | Taka 10 (Ten) thousand only |
3 | Failure or irregularity as regards not intimating the Commissioner about change in information of Economic Activities within specified time limit; | Taka 10 (Ten) thousand only |
4 | Failure or irregularity as regards not submitting application for cancellation of Registration or Enlistment within specified time limit; | Taka 10 (Ten) thousand only |
5 | Failure or irregularity as regards non compliance of the provisions under Section 9(5); | Taka 10 (Ten) thousand only |
6 | Failure or irregularity as regards not furnishing VAT or Turnover Tax Return within specified date; | Taka 10 (Ten) thousand only |
7 | Failure or irregularity as regards non inclusion of any amount of Output Tax in the Return; | Double the amount of Output Tax not included |
8 | Irregularity as regards receiving superfluous Credit on admissible Input Tax in the Return; | Double the amount of Input Tax received irregularly; |
9 | Irregularity as regards increasing the amount of Decreasing Adjustment or decreasing the amount of Increasing Adjustment in the Return; | Double the amount of increased Decreasing Adjustment or double the amount of decreased Increasing Adjustment |
10 | Failure or irregularity as regards non submission of Tax Invoice, Credit Note, Debit Note, Adjusted Tax Invoice or Withholding Tax at Source Certificate; | Taka 10 (Ten) thousand only |
11 | Failure or irregularity as regards not maintaining records in specified method; | Taka 10 (Ten) thousand only |
12 | Failure or irregularity as regards not depositing specified Security; | Taka 10 (Ten) thousand only |
13 | Irregularity as regards willfully evading or trying to evade imposed Tax Assessment and payment; | Double the amount of Tax evaded. |
According to the provisions of Section 89 of the Value Added Tax and Supplementary Duty Act 2012 and subject to the provisions of Right to Information Act 2009, all your information as Tax Payer shall remain confidential with the VAT authority.
The VAT official reserves the right of auditing all aspects of Economic Activities of any individual.
If any tax payer fails to comply with the provisions of this law in order to evade Supplementary Duty, the Commissioner, under the supervision of one or more officer, can observe and watch, in case of supply, at the place concerned with Supplementary Duty imposable Economic Activities. Such arrangement is called Supply under Supervision.
Supply under Supervision is applicable exclusively in cases where the provisions of this law are not complied with in order to evade Supplementary Duty. Such provisions are not applicable in cases of business concerns where there is no scope for Supplementary Duty.
In order to conduct Supply under Supervision, the Commissioner, by order, shall constitute one or more teams comprising one or more officers and staff. Such order by the Commissioner shall specify venue, time and duration of the Supervision. The Supervision Team, before starting with the Supervision, shall inspect the place of supply and submit a preliminary report to the Commissioner in From VAT-13.1.
Subsequently, the Team shall submit reports on daily activities within the following working day in Form VAT- 13.2 and after end of the term of supervision, shall submit final report in Form VAT-13.3, all to the Commissioner.
The Tax Payers shall maintain Return, accounts of Purchase and Sale, Tax Invoice, Debit Note, Credit Note, documents of all accounts including accounts of Adjustments for each Tax Period, for the purpose of preparation of Audit. Moreover, other documents concerned with Economic Activities, e.g., accounts of Import, Export, Annual Audit Report, Bank Accounts etc. can also be maintained.
For any future Audit you can take preparation by maintaining all Tax Accounts for the unaudited period of your Activities, keeping in view the documents related to the last Audit. With this end in view you can take preparation for Audit by maintaining properly, Return, accounts of purchase and sale, Tax Invoice, Debit Note, Credit Note, Adjustment account, Import Export accounts, Annual Audit Report, Bank account, etc. for the concerned period.
During Audit, all documents concerned with the individual’s Economic Activities, may be scrutinized, as for example:
When a taxpayer does not pay VAT, Supplementary duty, Turnover tax, Interest or penalty or any kind of claim under this law in due time, its turn to arrear tax.
When and How it accrue
1. Any nonpayment in Return
2. Any payment ordered by commissioner remain unpaid
3. Any order from any court to pay tax, remain unpaid.
4. Any detection in Audit or Investigation.
Tax has to be paid before submission of the Return. But in cases of Tax determined by the Commissioner and Tax accrued by disposal of any activity under the law, Tax has to be paid within the specified time as mentioned in the notice. The said Tax shall be considered as Arrear Tax if not paid within specified time.
The DRO (Debt Recovery Officer) is the authorized officer on behalf of the Commissioner, in case of realizing Arrear Tax. The DRO will be an officer at least of the rank of the Deputy Commissioner.
Arrear Tax can be realized from the following cases-
The DRO, on behalf of the Commissioner, shall, in Form VAT- 14.1, serve Arrear Tax Realization Certificate on the defaulter Tax Payer. Subsequently the DRO shall arrange realization of Arrear Tax by initiating the following activities:
The Commissioner can allow payment of Arrear Tax in installments within specified time limit, under proper conditions and manner, but the time limit for paying Arrear Tax shall not exceed 12 (Twelve) months.
In case of non payment of arrear the VAT authority will go for legal measure under departmental and even criminal procedure.
This procedure includes:
1. Freezing bank account
2. Stopping production
3. Direct other authority to realize
4. Croke the movable property
5. Injunction on immovable property
6. Arrest etc
A Receiver is an individual appointed or authorized by any legal entity or court who performs the duty of a Receiver of any property under orders and jurisdictions of any legal entity or court.
The duty of a Receiver is to maintain a certain property temporarily being appointed or authorized by a legal entity or court.
During accrual of any Arrear Tax if any company or individual or Director or Entrepreneur of a property development fails to prove resorting to proper care and responsibility and efficiency, in such a case, all of them, jointly and individually, shall be liable to pay that amount of money.
In case after death of a Tax Payer or after his being declared bankrupt, if his Economic Activities are run by a Trusty or Executor, Arrear Tax can be realized from such Trustee or Executor.
Disbursement shall take place in the following preferential order:
Provided that if Arrear Tax is realized from the sale proceeds of the forfeited goods, in that case in accordance with the provisions of Section 100 of the law, Disbursement has to be made in the following manner:
The following items shall denote Records or Documents:
It is mandatory to maintain Records of his Economic Activities in order to assess Tax liability and other debts and liabilities of the Tax Payer.
Records has to be maintained up to 05(Five) years in order to assess Tax liability and other debts and liabilities of the Tax Payer.
The record sheet of the following topics should be kept:
Records has to be maintained by the Tax Payer at the premises concerned with the Economic Activities in case of maintenance in manual method.
Following is the procedure of serving Notice:
Following at least one of the above procedures will be enough. But more procedures can also be followed.
Records can be maintained in electronic or Digital method following provisions of the law and the Rules and Regulations. No prior permission by the Board is required for this.
Value Added Tax and supplementary duty will be a tax based online tax system. So that a taxpayer can easily save and exchange his documents, sitting at home. In addition to the taxpayers, he will be able to preserve the records in the digital system as well as preserve documents on paper for his convenience. However, it is not mandatory to keep documents on paper.
According to the Value Added Tax and Supplementary Duty Act 2012, Offence is an offence mentioned in Section 111, 112, 113, 116 and 117.
Offences:
Section 111: Creating forged or fake VAT Registration Certificate or Turnover Tax Certificate, Tax Invoice or documents concerned with VAT.
Section 112: False or misleading statement in documents concerned with VAT with mala fide intention.
Section 113: Creating obstruction.
Section 117: Abettor to an offence.
Penalties in accordance with the type of any Offence are outlined below according to the provisions of Section 111, 112 and 113 of the Value Added Tax and Supplementary Duty Act 2012:
Section 111:
Section 112:
Section 113:
Moreover, according to the provisions of Section 117 of the law, any individual assisting or abetting in the commission of any offence, shall be held guilty as well on equal footing as of the individual committing the Offence and shall be convicted.
Compounding of Offence is the arrangement of disposal of Offences in the manner and subject to the conditions specified by the Board, before or after prior approval by the Commissioner to institute any Case.
Procedure of Compounding Offence:
An officer not below the rank of Assistant Commissioner, subject to prior permission by the Commissioner, shall file through a written allegation, a Case of Criminal Offence in the Court.
In case of inquiry into Criminal Offence, The VAT officer shall conduct the inquiry.
The Inquiry Officer shall intimate the accused individual about the allegation, in Form VAT– 16.1 and request him to submit stated deposition before him within 15 days. The accused individual shall submit deposition in Form VAT– 16.2.
The Inquiry Officer after completing the inquiry within 4 months of taking cognizance of the Case shall submit Inquiry Report through the Commissioner. But the Court can extend such time limit up to 3 months in view of an application by the Inquiry Officer.
Provision for preferring Appeal is there within 90 (Ninety) days of issuing the Order.
If aggrieved against any Order by the Board or the Appellate Tribunal, the aggrieved individual or the aggrieved Commissioner or such VAT official who is not below the rank of Director General, can file Revision Petition against such Order before the High Court Division of the Supreme Court.
If any Tax Payer or VAT official is aggrieved by any decision taken or order issued by an Additional Commissioner or any VAT official lower in rank under the law, he can, within 90 (Ninety) days of issuance of such decision or order, file an Appeal in the prescribed manner, before the Commissioner (Appeal).
If any Tax Payer is aggrieved by any decision taken or order issued by an Additional Commissioner or any official lower in rank, he can, within 90 (Ninety) days of issuance of such decision or order, file an Appeal in the prescribed manner, before the Commissioner (Appeal).
No, it does not have. But if the Tribunal, after completion of hearing deems reasonable, it may issue interim stay order on realization of Tax.
An individual can dispose his case on the basis of understanding through ADR or Alternate Dispute Resolution.
If any case is disposed of on the basis of understanding, no objection can be raised against such understanding and in case any matter is not disposed of, previous course of action can be started afresh in accordance with the provisions of law.
If a dispute on any matter can’t be disposed of in the course of Alternate Dispute Resolution, the time lapsed for resorting to this process, shall not be inclusive of the limitation of time for filing an Appeal.
The provision for depositing money in case of Appeal is ten per cent of the claimed amount of Tax or if there is no claimed Tax, amount of money shall be ten percent of the imposed fine.
Appeal can be filed before the appropriate authority within 90 (Ninety) days of issuance of the decision or the order.
No, Writ is not an Appeal. Writ and Appeal are two different terms and their definitions are also different. Appeal has been discussed under Sections 121 and 122 of the Value Added Tax and Supplementary Duty Act 2012 and Rule 98 of the same law.
According to Sections 121 and 122 if any individual or VAT official is aggrieved against any verdict, he can prefer an Appeal within 90 (Ninety) days of issuance of such order, before the Appellate Commissionerate or the Appellate Tribunal, in applicable cases. If any Tax Payer is aggrieved by any decision taken or order issued by an Additional Commissioner or any VAT official lower in rank, he can file an Appeal before the Appellate Commissionerate and any individual or VAT official aggrieved by any decision or order by the Commissioner or the Commissioner (Appeal) can prefer an Appeal before the Appellate Tribunal. On the other hand, Writ is submitted before the Honorable High Court when Fundamental Rights under Article 102 of the Constitution, are violated.
Any individual or Commissioner or any VAT official not below the rank of Director General, aggrieved by an order by the Board or the Appellate Tribunal, can file a Revision petition against such order before the High Court Division of the Bangladesh Supreme Court.
According to Section 125 of the VAT Act (2012), ADR is an Alternative Dispute Resolution, which means alternative dispute settlement. Any case running in this manner was resolved with the help of a third party in consultation with the two parties.
In the case of settlement of the case by way of settlement of ADR or alternative dispute, section 255 of the Value Added Tax and Supplementary Duty Act, 2012, and the Value Added Tax and supplementary duty rules, 2016, the amount of VAT payable to the person (if applicable) of twenty five (25) Percentage of payment by way of pay order will be applied in VAT 17.1 in the stamp of Rs. 500 / -.
The following persons are called Aides:
Duties of an Aide:
The National Board of Revenue shall prepare a list of the Aides. The list of the Aides shall be available on the website of the National Board of Revenue.
If the Tax payer is interested to resolve any dispute amicably, in case of pending Cases lying before the Appeal Commissionerate and the Appellate Tribunal, he can resolve the dispute through Alternate Dispute Resolution. Moreover, Writ Petition or Dispute Resolution pending as Appeal before the High Court Division or the Appellate Division of the Supreme Court can also be resolved in accordance with applicable provisions.
The Applicant has the following rights in case of Alternate Dispute Resolution:
Appeal may be preferred before the High Court when in the following cases:-