১। মূসক ব্যবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা নেয়া এবং তাঁর অর্থনৈতিক কার্যক্রমে মূসক প্রযোজ্য কি না তা জানা
২। মূসক প্রযোজ্য হলে প্রযোজ্যতা অনুযায়ী নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ
৩। কোনো তথ্যের পরিবর্তন হলে তা মূসক প্রশাসনকে অবহিত করা
৪। ক্রয়ের সময় চালান গ্রহণ ও বিক্রয়ের সময় ক্রেতাকে চালান দেয়া
৫। ক্রয় বিক্রয়ের হিসাব রাখা
৬। মাস শেষে নীট কর হিসাব করে সরকারি কোষাগারে জমা প্রদান ও দাখিলপত্র পেশ
৭। পরিশোধিত করসহ সকল বিষয় আপনার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা যাচাই করা
৮। উৎসে কর্তনের দায়িত্ব থাকলে তা প্রতিপালন করা
৯। আইনের আওতায় কোনো মূসক কর্মকর্তা কোনো সহায়তার অনুরোধ করলে তা করা
১০। নিজের দায়িত্ব ও অধিকার সম্পর্কে সচেতন হওয়া