১ জুলাই, ২০১৭ এ চালু হচ্ছে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২। আইনের নিবন্ধন সংক্রান্ত অংশ ইতিমধ্যেই চালু হয়েছে এবং পুনঃনিবন্ধনের কাজ শুরু হয়েছে। এ অবস্থায় সবার সুবিধার জন্য এফএকিউ সংক্রান্ত বুকলেটটি প্রকাশ করা হলো। উল্লেখ্য, বুকলেটটির কন্টেন ওয়েবসাইট আপগ্রেডেশন চুক্তির আওতায় M/s Dhrupadi Techno Consortium Ltd. (DTCL) কর্তৃক প্রণীত এবং এনবিআর কর্তৃক যাচাই বাছাই করে হালনাগাদকৃত।
নতুন ভ্যাট আইনের আওতায় রেয়াত পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। প্রায় সকল উপকরণে ১০০% রেয়াতের সুযোগসহ রেয়াতের শর্তও সহজ করা হয়েছে। দেখুন নতুন আইনের অধীন রেয়াত কতো সহজে গ্রহণ করা যায়।