১ জুলাই, ২০১৭ এ চালু হচ্ছে নতুন মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২। আইনের নিবন্ধন সংক্রান্ত অংশ ইতিমধ্যেই চালু হয়েছে এবং পুনঃনিবন্ধনের কাজ শুরু হয়েছে। এ অবস্থায় সবার সুবিধার জন্য এফএকিউ সংক্রান্ত বুকলেটটি প্রকাশ করা হলো। উল্লেখ্য, বুকলেটটির কন্টেন ওয়েবসাইট আপগ্রেডেশন চুক্তির আওতায় M/s Dhrupadi Techno Consortium Ltd. (DTCL) কর্তৃক প্রণীত এবং এনবিআর কর্তৃক যাচাই বাছাই করে হালনাগাদকৃত।
নতুন ভ্যাট আইনের আওতায় রেয়াত পদ্ধতি অনেক সহজ করা হয়েছে। প্রায় সকল উপকরণে ১০০% রেয়াতের সুযোগসহ রেয়াতের শর্তও সহজ করা হয়েছে। দেখুন নতুন আইনের অধীন রেয়াত কতো সহজে গ্রহণ করা যায়।
নতুন আইনের অধীন মূল্য সংযোজন কর নিবন্ধন বা পুনঃনিবন্ধন এবং টার্নওভার কর তালিকাভুক্তি বা পুনঃতালিকাভুক্তি সম্পর্কে জানুন এবং সহজেই আপনার নিবন্ধন বা তালিকাভুক্তি গ্রহণ করুন।