কাস্টমস্ , এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(দক্ষিণ) এর সিটিজেন চার্টার ।
১০ জুলাই ২০১৪ জাতীয় মূসক দিবসে একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়।
প্রাতিশ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক করদাতাদের করপ্রশাষন বিষয়ে ধারণা ও পরিপালন খরচের ওপর জরিপ
জনাব মো: ফরিদ উদ্দিন, সদস্য ২০১২ সালের জাতীয় মূসক দিবসের অনুষ্ঠানে “বাংলাদেশে মূল্য সংযোজন কর ব্যবস্থা: তাত্ত্বিক ও প্রায়োগিক মানদণ্ডে এর সীমাবদ্ধতা ও তা উত্তরণের উপায়” প্রবন্ধটি উপস্থাপন করেন।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে যা ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০১৫ সালের ১ জুলাই হতে নতুন মূসক আইন বাস্তবায়ন করা হবে।
মূসক আইনে কতিপয় অপরাধ এবং দণ্ডের বিধান রয়েছে। এ পুস্তিকায় অপরাধ এবং দণ্ডের বিধান, তার বিরুদ্ধে আপিল প্রক্রিয়া ও নিষ্পত্তি বিষয়ে আলোচনা করা হয়েছে।
রপ্তানির বিপরীতে উপকরণ কর ফেরত পাওয়াই প্রত্যর্পণ হিসেবে পরিচিত। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) প্রত্যর্পণ অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত। এ পুস্তিকাতে প্রত্যর্পণের সকল বিধি বিধান ব্যাখ্যা করা হয়েছে।
রপ্তানি শূন্য হার বিশিষ্ট। রপ্তানির সাথে সংশ্লিষ্ট আমদানি এবং স্থানীয় ক্রয়ও শূন্য হার বিশিষ্ট। তবে সেই সুবিধা পেতে হলে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এ পুস্তিকায় রপ্তানিতে প্রদত্য সুবিধা গুলোর বিবরণ ও তা ভোগের জন্য অনুসরণীয় পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে।