দাখিলপত্র কোনো করদাতার এবটি করমেয়াদের চুড়ান্ত প্রতিবেদন। দাখিলপত্রে কোনো করমেয়াদের সকল লেনদেন, রেয়াত ও সমন্বয়ের হিসাব। এই পুস্তিকাটি একটি নির্ভুল দাখিলপত্র প্রস্তুতে আপনাকে সহায়তা করবে।
বাংলাদেশ মূসক ব্যবস্থা একটি চালানভিত্তিক ও রেয়াত নির্ভর কর ব্যবস্থা। প্রতিটি সরবরাহের সাথে করদাতাকে একটি চালান ইস্যু করতে হয়। আবার বিভিন্ন ধরণের করদাতাগণ বিভিন্ন ফরমেটে চালান ইস্যু করেন। এ পুস্তিকায় চালান সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ মূসক ব্যবস্থা একটি চালানভিত্তিক ও রেয়াত নির্ভর কর ব্যবস্থা। প্রতিটি সরবরাহের সাথে করদাতাকে একটি চালান ইস্যু করতে হয়। আবার বিভিন্ন ধরণের করদাতাগণ বিভিন্ন ফরমেটে চালান ইস্যু করেন। এ পুস্তিকায় চালান সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়েছে।
মূসক মূলত একটি হিসাবভিত্তিক কর ব্যবস্থা। মূসক ব্যবস্থায় করদাতাকে অনেকগুলো হিসাব-পুস্তক সংরক্ষণ করতে হয়। এই পুস্তিকায় রক্ষণীয় পুস্তকাদির ফরমেট ও হিসাব রক্ষণের পদ্ধতি বর্ণনা করা হয়েছে।
মূল্য ঘোষণা ও তার অনুমোদন বাংলাদেশ মূসক ব্যবস্থার একটি স্বকীয় ও জটিল ব্যবস্থা। এই পুস্তিকায় মূল্য ঘোষণা ও তার অনুমোদনের বিভিন্ন দিক সংক্ষেপে বর্ণনা করা হয়েছে।
মূসক নিবন্ধন সীমার ঊর্ধ্বের টার্নওভারের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হয়। মূসক নিবন্ধন সীমার নিচের প্রতিষ্ঠানকে টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হতে হয়। এ পুস্তিকায় তালিকাভুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
মূসক নিবন্ধন সীমার ঊর্ধ্বের টার্নওভারের জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হয়। মূসক নিবন্ধন সীমার নিচের প্রতিষ্ঠানকে টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হতে হয়। এ পুস্তিকায় নিবন্ধন ও তালিকাভুক্তি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে।