রপ্তানির বিপরীতে উপকরণ কর ফেরত পাওয়াই প্রত্যর্পণ হিসেবে পরিচিত। শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) প্রত্যর্পণ অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত। এ পুস্তিকাতে প্রত্যর্পণের সকল বিধি বিধান ব্যাখ্যা করা হয়েছে।
রপ্তানি শূন্য হার বিশিষ্ট। রপ্তানির সাথে সংশ্লিষ্ট আমদানি এবং স্থানীয় ক্রয়ও শূন্য হার বিশিষ্ট। তবে সেই সুবিধা পেতে হলে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে হয়। এ পুস্তিকায় রপ্তানিতে প্রদত্য সুবিধা গুলোর বিবরণ ও তা ভোগের জন্য অনুসরণীয় পদ্ধতি এখানে বর্ণনা করা হয়েছে।
আমদানি পর্যায়ে অধিকাংশ আমদানির ওপর মূল্য সংযোজন কর প্রযোজ্য। তদুপরি, আমদানি পর্যায়ে কতিপয় আমদানির ওপর অগ্রিম বাণিজ্যিক মূল্য সংযোজন কর প্রযোজ্য। এ পুস্তিকায় আমদানি পর্যায়ে মূসক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে।
ব্যাংকিং ও নন-ব্যাংকিং এবং বীমা সেবার ক্ষেত্রে কর পরিশোধ পদ্ধতি সাধারণ পদ্ধতি হতে কিছুটা ভিন্ন। এ পুস্তিকায় ব্যাংকিং ও নন-ব্যাংকিং এবং বীমা সেবার ক্ষেত্রে কর পরিশোধ পদ্ধতি বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
সিগারেট, বিড়ি, কোমল পানীয়, টয়লেট সাবান, মিনারেল ওয়াটার রাজস্বের অন্যতম বড় উৎস। এখাতগুলোর ঝুঁকি হ্রাসের লক্ষ্যে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বাধ্য্তামূলক করা হয়েছে।এ পুাস্তকায় স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধি আলোচনা করা হয়েছে।
ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) এবং পয়েন্ট অব সেলস (পিওএস) স্বয়ংক্রীয় বিক্রয় হিসাব পদ্ধতি যা বড় ব্যবসায়ীদের জন্য বাধ্যতামূলক করা হয়ছে। এ পুস্তিকায় ইসিআর এবং পিওএস ব্যবহারের ক্ষেত্রে আইনগত বিধি বিধান বর্ননা করা হয়েছে।
বাণিজ্যিক মূসক সরকারের রাজস্বের অন্যতম বড় উৎস। ব্যবসায় পর্যায়ে মূসকের জন্য বিভিন্ন ধরণের বিশেষ স্কীম বিদ্যমান। প্রতিটি বিশেষ স্কীমের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন।
দাখিলপত্র কোনো করদাতার এবটি করমেয়াদের চুড়ান্ত প্রতিবেদন। দাখিলপত্রে কোনো করমেয়াদের সকল লেনদেন, রেয়াত ও সমন্বয়ের হিসাব। এই পুস্তিকাটি একটি নির্ভুল দাখিলপত্র প্রস্তুতে আপনাকে সহায়তা করবে।
বাংলাদেশ মূসক ব্যবস্থা একটি চালানভিত্তিক ও রেয়াত নির্ভর কর ব্যবস্থা। প্রতিটি সরবরাহের সাথে করদাতাকে একটি চালান ইস্যু করতে হয়। আবার বিভিন্ন ধরণের করদাতাগণ বিভিন্ন ফরমেটে চালান ইস্যু করেন। এ পুস্তিকায় চালান সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ মূসক ব্যবস্থা একটি চালানভিত্তিক ও রেয়াত নির্ভর কর ব্যবস্থা। প্রতিটি সরবরাহের সাথে করদাতাকে একটি চালান ইস্যু করতে হয়। আবার বিভিন্ন ধরণের করদাতাগণ বিভিন্ন ফরমেটে চালান ইস্যু করেন। এ পুস্তিকায় চালান সংক্রান্ত বিষয়াদি আলোচনা করা হয়েছে।